সাত সকালেই বড়সড় দুঃসংবাদ ভেসে এসেছিল। উত্তরাখণ্ডের বাড়িতে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনাট শিকার হন ঋষভ পন্থ। কেমন রয়েছেন তিনি জানিয়ে বড়সড় বিবৃতি দিল এবার বিসিসিআই। বোর্ডের পাঠানো প্রেস রিলিজে বলা হয়েছে, কপালে গভীর কাটা ক্ষতস্থান রয়েছে পন্থের। লিগামেন্টও ছিঁড়ে গিয়েছে। এছাড়াও ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের পাতায় চোট পেয়েছেন তারকা। সেই সঙ্গে পিঠে ছড়ে যাওয়ার দাগ রয়েছে।
তবে এত ভয়ঙ্কর অবস্থা সত্ত্বেও আপাতত স্থিতিশীল পন্থ। প্ৰথমে রৌরকেল্লার একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি বিচার করে পন্থকে শিফট করা হয় দেরদুনে ম্যাক্স হাসপাতালে। তবে এখনও চোটের গুরুত্ব বোঝার জন্য এমআরআই স্ক্যান করা হবে। তারপরেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিরুপণ করা হবে।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, "ঋষভের পরিবারের সঙ্গে এবং নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গে সবসময় যোগাযোগ রয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের। ঋষভের চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না হয়, সেদিকে নজর রাখছে বিসিসিআই। এই অবস্থায় বোর্ডের তরফে সহায়তার হয় বাড়িয়ে দেবে বোর্ড।"
মিডিয়ায় দেরদুনে ম্যাক্স নার্সিংহোমের তরফে মেসিক্যাল সুপারিনটেনডেন্ট চিকিৎসক আশিস ইয়াগ্নিক জানিয়েছেন, ক্রিকেটারের কোনও বড়সড় ইনজুরি নেই। আপাতত তিনি স্থিতিশীল।
চিকিৎসক আশিস ইয়াগ্নিক জানিয়েছেন, "ওঁকে আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসক ওঁকে দেখাশুনা করছেন। আরও কিছু টেস্ট করার পরেই আরও বিশদে জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত ও স্থিতিশীল রয়েছে। চিন্তার কোনও বিষয় নেই। চিকিৎসকরা ওঁর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন কী সমস্যা হচ্ছে। সেই অনুযায়ী চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে কোনও সিরিয়াস ইনজুরির হদিস মেলেনি। অর্থোপেডিক এবং প্ল্যাস্টিক সার্জনরা নিয়মিত দেখভাল করছেন।"
দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ শুক্রবার ভোররাতে। হাম্মাদপুর ঝালের কাছে রুরকির সীমান্তে দুর্ঘটনা ঘটে। প্রাথমিক সংবাদে জানা যাচ্ছে, রুরকির সকসাম হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষভ পন্থকে। তারপরে তাঁকে দেরাদুনে ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, ঋষভ পন্থের গাড়ি সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। তারপরেই গাড়িতে আগুন জ্বলে যায়। নিজের বিএমডব্লিউ করেই বাড়ি ফিরছিলেন তারকা। উত্তরাখণ্ডের সেই ভয়াবহ এক্সিডেন্টে গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে।আটকে পড়া গাড়িতে কোনওরকমে কাঁচ ভেঙে বেরিয়ে আসেন আহত পন্থ।