BCCI on IPL like Legends League: বিশ্ব ক্রিকেটকে আইপিএল উপহার দিয়েছে ভারত। এবার আরও একটা মেগা ফ্র্যাঞ্চাইজি লিগ উপহার দিতে চলেছেন জয় শাহরা। সবকিছু ঠিকঠাক থাকলে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে নতুন লেজেন্ডস লিগ চালু হতে পারে শীঘ্রই। যা পরিচালনার দায়িত্ব থাকবে বিসিসিআইয়ের।
এমনিতে গোটা বিশ্ব জুড়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ (দ্য রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, লিজেন্ডস লিগ ক্রিকেট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস, গ্লোবাল লিজেন্ডস লিগ) চালু রয়েছে। যেখানে অবসরপ্রাপ্ত তারকারা মাঠে নামেন। তবে এই প্রাইভেট কোম্পানির বিনিয়োগে চলা এই টুর্নামেন্ট গুলির জনপ্রিয়তা সেভাবে নজর কাড়তে পারেনি কখনই। তাছাড়া কোনও দেশের ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণাধীনে না থাকায় পর্যাপ্ত স্পন্সরেরও ঘাটতি থাকে। স্রেফ বিনোদনের খাতিরেই মাঠে নামতে দেখা গিয়েছে ইউসুফ পাঠান, ইরফান পাঠান, রবিন উথাপ্পাদের।
তবে অবসর নেওয়া মহারথীরাও যে স্টেডিয়ামে দর্শক নিয়ে আসতে পারেন, তা প্রমাণ হয়ে গিয়েছে কিছুদিন আগেই ইংল্যান্ডে অনুষ্ঠিত লিজেন্ডস লিগ ক্রিকেটে। যেখানে ইরফান পাঠান, ইউসুফ পাঠান, শাহিদ আফ্রিদি, যুবরাজ সিংদের মত তারকারা অংশ নিয়েছিলেন। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ভারত।
তবে এই লিগ ছিল দেশজ ভিত্তিক। দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন অবসরপ্রাপ্ত তারকারা। সেই লিগের জনপ্রিয়তা নজর এড়িয়ে যায়নি বিসিসিআইয়ের। দৈনিক জাগরণের এই প্রতিবেদনে বলা হয়েছে, সেই লিগের জনপ্রিয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি কয়েকজন অবসরপ্রাপ্ত তারকা বোর্ড সচিব জয় শাহের কাছে আইপিএলের ধাঁচে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার পরামর্শ দেন। যেখানে আইপিএলের মত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা নিলাম থেকে নাম নথিভুক্ত করা তারকাদের কিনে নেবে নির্দিষ্ট অর্থের বিনিময়ে। বোর্ড সচিব বেশ সদর্থকভাবেই বিষয়টি নিয়েছেন। এবং যথেষ্ট গুরুত্ব সহকারেই বিষয়টি পর্যালোচনা করছে বলে জানা গিয়েছে।
বোর্ডের এক সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই বছরে তড়িঘড়ি করে এই লিগ আয়োজন সম্ভব নয়। তবে আগামী বছর সব ঠিক থাকলে এই লিগ দিনের আলো দেখতে পারে। রিকি পন্টিং, যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, এবি ডিভিলিয়ার্স, বীরেন্দ্র শেওয়াগ, হরভজন সিং, ক্রিস গেইল, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মত মহারথীদের ফের ব্যাট-বল হাতে বাইশ গজে দেখা যাবে।
এই লিগ চালু হয়ে গেলে বিপদ বাড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্তদের নিয়ে চালু হওয়া একের পর এক লিগ। কারণ এই টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা বজায় রাখতে এই লিগে অংশ নেওয়া তারকাদের অন্য লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
সব মিলিয়ে ধুঁয়াধার এই লিগ যে ঝড় তুলতে চলেছে ক্রিকেট বিশ্বে, তা নিয়ে সন্দেহ নেই।