Advertisment

শীঘ্রই ভারতে ফের গোলাপি বলের টেস্ট! তোলপাড় ফেলা ঘোষণা করতে চলেছে BCCI

২০১৯-এ বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্ৰথম গোলাপি বলের টেস্ট খেলেছিল ইডেন গার্ডেন্সে। এবার দ্বিতীয় টেস্ট সম্ভবত বেঙ্গালুরুতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এক বছর পরে ভারতের মাটিতে ফের বসতে চলেছে দিন রাতের গোলাপি টেস্টের আসর। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের একটি টেস্ট খেলা হবে ফ্লাডলাইটে। এমনটাই খবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত দুটো টেস্টের পাশাপাশি তিনটে টি২০'ও খেলার কথা।

Advertisment

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে দেশে দৈনিক করোনা আক্রান্ত ৮০০০-৯০০০, এবং প্রায় অর্ধেক আক্রান্ত কর্ণাটকে হলেও বেঙ্গালুরুতে দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর বোর্ড। সিরিজে প্ৰথমে জোড়া টেস্টের পরে টি২০ সিরিজ শুরু হবে যাতে এক বায়োবাবল থেকে সহজে দ্বিতীয়টিতে প্রবেশ করা যায়।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় করোনার হানা! ক্যারিবিয়ান সিরিজ শুরুর আগেই তোলপাড় ভারতীয় শিবির

বোর্ডের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, "ধর্মশালায় প্ৰথম দুই টি২০-র মাধ্যমে সিরিজ শুরু করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। তারপরে মোহালিতে শেষ টি২০ এবং প্ৰথম টেস্ট আয়োজন করা হতে পারে। লখনৌ সম্ভবত একটি টি২০ ম্যাচ আয়োজন করা থেকে বাদ পড়বে।"

"মোহালিতে দিন রাতের টেস্ট আয়োজন করা মুশকিল। যেহেতু মোহালিতে শিশির বড়সড় ভূমিকা ফেলতে পারে। বোর্ডের তরফে এখনও করোনা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সূচি অদল বদল ঘটানোর বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।"

সূচি অদলবদল ঘটলে কোহলি সম্ভবত কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে চলেছেন মোহালিতে, আরসিবির জার্সিতে হোম গ্রাউন্ড বেঙ্গালুরুতে নয়।

সবমিলিয়ে ভারত এই নিয়ে চতুর্থবার ডে-নাইট টেস্টে অংশ নেবে। শেষবার টিম ইন্ডিয়া পিঙ্ক বল টেস্ট খেলেছিল ২০২১-এর ফেব্রুয়ারিতে, আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে। যে ম্যাচ ভারত জিতে নিয়েছিল মাত্র দু-দিনে, ১০ উইকেটে। তার আগে ভারত প্ৰথম দিন রাতের টেস্টে জয় পেয়েছিল ২০১৯-এর ইডেন গার্ডেন্সে। দিন রাতের টেস্টে ভারতের একমাত্র হার অস্ট্রেলিয়া সফরে এডিলেড টেস্টে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team BCCI Indian Team Sri Lanka
Advertisment