BCCI contract: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারতীয় টেস্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নিজেদের তরতাজা রাখতে রঞ্জি ট্রফি এড়ানোর চেষ্টা করছেন। ভবিষ্যতে সেই পরিস্থিতি ঠেকাতেই বেতন কাঠামো সংশোধনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ইতিমধ্যে শ্রেয়স আইয়ার এমন চেষ্টা করে কার্যত ধরা পড়ে গিয়েছেন। তিনি পিঠের চোটের অজুহাত দিয়েছিলেন। কিন্তু, বোর্ডের চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, শ্রেয়সের কোনও চোটই নেই। ঈশান কিষাণ তো আবার নিজের মানসিক সমস্যার কথা বলে রঞ্জি এড়িয়েছেন। কিন্তু, দেখা যাচ্ছে তিনি তাঁর আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে নিয়মিত অনুশীলন চালাচ্ছেন।
এরই মধ্যে রাঁচিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ঘরের মাঠে ভারত তাদের টানা ১৭ টেস্ট সিরিজ জয় নথিভুক্ত করেছে। কিন্তু, সেই আনন্দের খবরের মধ্যেই দেখা যাচ্ছে- বিরাট কোহলি স্ত্রী গর্ভবতী হওয়ার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। মহম্মদ শামি চোটের জন্য চারটি টেস্টেই অনুপস্থিত। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাও চোটের নাম করে অনুপস্থিত। এই প্রথমসারির খেলোয়াড়দের বাদ দিয়েই ভারত সবচেয়ে অনভিজ্ঞ একাদশের খেলোয়াড়দের নিয়ে ভাইজাগ, রাজকোট এবং রাঁচির মাঠে নেমেছিল। আরও প্রতিটিতেই জয় পেয়েছে।
এসব দেখে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা এমন ক্রিকেটার বাছাই করবেন, যাঁরা টেস্ট ক্রিকেট খেলতে চান। রোহিত বলেছেন, 'জিন লোগন কো ভুখ হ্যায়, হাম উনহি লোগন কো মাউকা দেঙ্গে। আগর ক্ষুধা নেহি হ্যায় তো উনকো খেল সে কোই মতলবই নেহি হ্যায়।' একইসঙ্গে রোহিত দাবি করেছেন, আইপিএলে যত ক্রিকেটারকেই তৈরি করুক না কেন, সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে উঠে এলেও এই তরুণদের মধ্যে টেস্ট ফরম্যাটে ভালো করার একটা চেষ্টা দেখা গেল। রোহিতের কথায়, 'টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট। আপনি যদি এই ফরম্যাটে সেরা হতে চান, সাফল্য পেতে চান, তবে আপনাকে খিদের ওপর নির্ভর করতেই হবে।'
রোহিতের কথায়, 'এটা স্পষ্ট যে কে ক্ষুধার্ত আর কে নয়। কে এখানে থাকতে চান, আর কে চান না। যাঁরা ক্ষুধার্ত, যাঁরা কঠিন পরিস্থিতিতে খেলতে চান, তাঁদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। এটা এক্কেবারে সোজা কথা। আইপিএল আমাদের জন্য খুব ভাল ফরম্যাট। কিন্তু, টেস্ট সবচেয়ে কঠিন ফরম্যাট। এখানে শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন। জেতার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শেষ তিনটি ম্যাচে জয় সহজ ছিল না। বোলারদের প্রচুর ওভার করতে হয়েছে। ব্যাটসম্যানদের অনেকক্ষণ ব্যাট করতে হয়েছে। যেন নিংড়ে নেওয়া হয়েছে। এটা অত্যন্ত কঠিন জায়গা।'
আরও পড়ুন- চাপ পড়তেই বাপরে বাপ! জয় শাহদের কাছে মাথা নোয়াতেই হল টিম ইন্ডিয়া সুপারস্টারকে
আর, এসব দেখেই খেলোয়াড়দের ফি সংশোধনে উদ্যোগ নিয়েছে বিসিআই। একজন খেলোয়াড়, যিনি এক মরশুমে সব টেস্ট সিরিজ খেলবেন। তাঁকে অতিরিক্ত বোনাস দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বর্তমানে, বিসিসিআই প্রতি টেস্ট ম্যাচে ফি হিসেবে ১৫ লক্ষ টাকা দেয়। একদিনের ক্রিকেটে প্রতিম্যাচে দেয় ৬ লক্ষ টাকা। আর, টি-২০ আন্তর্জাতিকে প্রতিম্যাচে দেয় ৩ লক্ষ টাকা।
বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি থেকে ভারতীয় ক্রিকেটাররা কত আয় করেন দেখে নেওয়া যাক
গ্রেড এ+ (৭ কোটি টাকা)
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
গ্রেড এ (৫ কোটি টাকা)
হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল।
গ্রেড বি (৩ কোটি টাকা)
চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিল
সি ক্যাটাগরি (১ কোটি টাকা)
উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, কেএস ভরত