Saliva On Cricket Ball: চলতি আইপিএল মরশুমে একটি বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। শোনা যাচ্ছে, এই মরশুমে বোলাররা নাকি বলে ফের থুতু লাগাতে পারবেন। বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই বোর্ডের অন্দরমহলে আলোচনা চলছিল। বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বইয়ে আয়োজিত বৈঠকের পর আইপিএল অধিনায়কদের সবুজ সংকেত দেওয়া হতে পারে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, করোনা অতিমারির আগে বলে থুতু লাগানো হত। যাতে কোভিড ভাইরাসে যাতে লালার মাধ্যমে আর না ছড়াতে পারে, সেকারণেই বলে থুতু লাগানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু, এখনও সেই অতিমারির প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। সেকারণেই আমরা মনে করি যে আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বলে থুতু লাগালে কোনও অসুবিধে হবে না।
পাশাপাশি উচ্চতার জন্য ওয়াইড এবং অফ স্টাম্পের বাইরে ওয়াইড বলের জন্যও DRS অনুমোদন এই বৈঠকের পর পাওয়া যেতে পারে। অফ স্টাম্পের বাইরে এবং উচ্চতার জন্য ওয়াইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হক আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। পাশাপাশি অন-ফিল্ড আম্পায়ার যদি উচ্চতার কারণে ওয়াইড বলের সিদ্ধান্ত দেন, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে বিষয়টা পুনর্বিবেচনার জন্য আবেদন করা যেতে পারে। যদি দলের পক্ষ থেকে মনে করা হয় যে এটা ওয়াইড বল ছিল না, সেক্ষেত্রে তারা DRS-এর সাহায্যও নিতে পারবেন।
করোনা অতিমারির সময় জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা
কোভিড-১৯ অতিমারির সময় আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের পক্ষ থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হয়েছিল। আর সেকারণেই বলে থুতু লাগানোর উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। আসলে বলের একটা দিকে চকচকে ভাবটা ধরে রাখার জন্য বহু বছর ধরে থুতু লাগানো হচ্ছে। কিন্তু, ২০২২ সালের পর থেকে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বলবৎ করে দেয়। তবে আইপিএল টুর্নামেন্টে আরও একবার সেই পুরনো প্রথা ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
আইসিসি-র কাছে অনুরোধ করেছিলেন মহম্মদ সামি
এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আইসিসি-র কাছে আগেই অনুরোধ করেছিলেন টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ সামি। সম্প্রতি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জয়লাভ করেছিল ভারত। এই ম্যাচটা জেতার পরই সাংবাদিকদের একটি ইন্টারভিউ দিয়েছিলেন সামি। সেখানেই তিনি আইসিসি-র কাছে অনুরোধ করেন, বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয়। সামি বলেছিলেন, 'আমরা সবসময় রিভার্স সুইং করানোর চেষ্টা করি। কিন্তু, বলে থুতু লাগাতে পারি না। আমি আইসিসি-র কাছে অনুরোধ করতে চাই যেন বলে আবারও থুতু লাগানোর অনুমতি দেওয়া হয়। যাতে আমরা আবারও রিভার্স সুইং করতে পারি। সেটা অনেক বেশি মজাদার হবে।'