২০২৪-এ যুব বিশ্বকাপের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। জানুয়ারির ১৯ তারিখ থেকে মেগা ইভেন্টে ট্রফি জিততে নামবে টিম ইন্ডিয়া। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বিসিসিআইয়ের তরফে স্কোয়াড ঘোষণা করে দেওয়া হল। উদয় সাহারানকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল বিশ্বকাপে।
সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ অভিযানে নেমেছে ভারত। যেখানে গত রবিবারই ভারতীয় দল হার হজম করেছে পাকিস্তানের বিপক্ষে। তবে এশিয়া কাপের একাদশ-ই অপরিবর্তিত থাকছে বিশ্বকাপে।
এই মেগা ইভেন্টের জন্যই পাঞ্জাবের ১৯ বছরের তরুণ তুর্কি উদয় সাহারানকে অধিনায়ক বাছল বিসিসিআই। এশিয়া কাপের পর এবং বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে ভারত। সেই টুর্নামেন্টেও অধিনায়কত্ব করবেন উদয়।
সেই ত্রিদেশীয় সিরিজে স্ট্যান্ড বাই হিসাবে ঘোষণা করা হয়েছে প্রেম দেবকর, আনস গোসাই, মহম্মদ আমানকে। বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "ত্রিদেশীয় সিরিজের পর বহু প্রত্যাশিত বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে।
যুব বিশ্বকাপে সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি রয়েছে ভারতের। পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের বিপক্ষে, ব্লুমফন্টেনে। গ্রুপ-এ'তে ভারতের গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে ভারতের স্কোয়াড:
উদয় সাহারান, সমি কুমার পান্ডে, আর্শিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, শচিন ধাস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, মুরুগান অভিষেক, আরাভেলি অবিনাশ রাও, ইননেশ মহাজন, ধনুশ গৌড়া, আরাধ্য শুক্লা, রাজ লিমবানি, নমন তিওয়ারি
স্ট্যান্ড বাই: প্রেম দেবকর, আনস গোসাই, মহম্মদ আমান