scorecardresearch

ক্যাপ্টেন কোহলিকে ছাঁটাইয়ের এক বছরও গেল না, নেতা রোহিতকেও এবার সরাতে চলেছে বোর্ড

একাধিক সিনিয়র ক্রিকেটারকে টি২০-তে ছাঁটাই করার পথে হাঁটছে বোর্ড

ক্যাপ্টেন কোহলিকে ছাঁটাইয়ের এক বছরও গেল না, নেতা রোহিতকেও এবার সরাতে চলেছে বোর্ড

ভারতের বিশ্বকাপ বিদায়ের পর এক সপ্তাহও কাটল না। বোর্ডের তরফে শাস্তি প্রদান শুরু হয়ে গিয়েছে। চেতন শর্মা সহ গোটা নির্বাচনী প্যানেলকেই যেমন সরিয়ে দেওয়া হচ্ছে, তেমন ক্রিকেটারদের ওপরেও শাস্তির খাড়া নেমে আসতে চলেছে। বোর্ডের তরফে চেতন শর্মাদের চেতন শর্মাদের চুক্তি বর্ধিত করার পথে না হেঁটে সরাসরি বাতিল করে দেওয়া হল।

আর নতুন প্যানেলের জন্য ইতিমধ্যেই দরখাস্ত আহ্বান করা হয়েছে। নতুন প্যানেল এলেই ভারতে সম্ভবত চালু হয়ে যাবে স্প্লিট ক্যাপ্টেনসি। ভারতের বিশ্বকাপ বিদায়ের পরেই কার্যত ঠিক হয়ে গিয়েছিল আগামীদিনে স্প্লিট ক্যাপ্টেন্সির পথে হাঁটবে ভারতীয় বোর্ড। প্রতি ফরম্যাটের জন্যই এবার আলাদা আলাদা অধিনায়ক থাকবে। অনেকটা ইংল্যান্ডের মত।

আরও পড়ুন: বিশ্বকাপ ব্যর্থতায় বলির পাঁঠা নির্বাচকরাই! ভয়ঙ্কর শাস্তিতে চাকরি খাওয়া হল চেতন শর্মাদের

বিরাট কোহলি এক বছর আগেও তিন ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন। তবে কোহলি টি২০ এবং টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন গত আমিরশাহি বিশ্বকাপের পরে। তারপরে ওয়ানডে থেকেও ক্যাপ্টেন কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে তিন ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা।

তবে বিশ্বকাপ-বিপর্যয়ের পর টি২০ নেতা হিসেবে অতীত হয়ে যেতে চলেছেন রোহিত শর্মা। কুড়ি কুড়ি ফরম্যাটে নেতা হওয়ার দৌড়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। যিনি বর্তমানে রোহিতের অনুপস্থিতিতে কিউই সফরে গিয়েছেন নেতা হিসেবে।

নেতা হিসেবে হার্দিক নিজের দক্ষতা প্রমাণ করেছেন গুজরাট টাইটান্সকে প্ৰথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন করে। তবে নেতৃত্বের দৌড়ে হার্দিকের সঙ্গেই রয়েছেন বর্তমানে চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা জসপ্রীত বুমরা। বোর্ড চাইছে আগামী বছর দেশের মাটিতে রোহিতের নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপ খেলুক। সেই সঙ্গে ২০২৪-এ টি২০ বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই হার্দিককে নেতা হিসেবে গ্রুম করে যাওয়া। অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে খেলা অধিকাংশ সিনিয়র তারকাকেই দেখতে পাওয়া যাবে না পরবর্তী বিশ্বকাপে। তবে বোর্ড সূত্রে জানা যাচ্ছে, কোচ রাহুল দ্রাবিড়ের চাকরি মোটেই আশঙ্কার মধ্যে নেই।

আরও পড়ুন: এত বিশ্রাম কীসের! বিশ্বকাপ-ব্যর্থতার পর এবার দ্রাবিড়কে গা জ্বালানো আক্রমণ শাস্ত্রীর

গ্রুপ পর্বে শীর্ষ দল হিসেবে নকআউটে পৌঁছলেও প্রশ্ন ছিল। পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওভারে কোনওরকমে জয় এসেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চরম ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ের বিরুদ্ধেই ভারত কেবল দাপটে জিতেছিল।

ভারতের হারের পরেই দল নির্বাচন নিয়ে একগাদা প্রশ্নের মুখে পড়েছিল বোর্ড। ভুবনেশ্বর কুমার থেকে রবিচন্দ্রন অশ্বিনদের জায়গা পাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। ভারতের ব্যর্থতার কাটাছেঁড়া করতে গিয়ে ওপেনারদের ব্যর্থতা, ফিনিশারের অভাব, এক্সপ্রেস গতির পেসারের অনুপস্থিতি, কোনও রিস্ট স্পিনারকে দলে না রাখা- এসব বিষয় উঠে এসেছে। বর্তমানে নিউজিল্যান্ড সফরে যে দল গিয়েছে, সেই সঞ্জু স্যামসন, শুভমান গিল, ঈশান কিষানদের আগামীদিনে জাতীয় দলে নিয়মিত খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন: রোহিত-রাহুলের ওপর বারবার চটে লাল হার্দিক! বিষ্ফোরক রিপোর্টে ভারতীয় দলের কোন্দল প্রকাশ্যে

গত সেপ্টেম্বরেই নির্বাচনী প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে জাতীয় দলের ব্যর্থতার পর বিতর্কের অবসান ঘটাতে পুরো নির্বাচকদের প্যানেলই বাতিল করার পথে হাঁটল বোর্ড। ঘটনা হল, জাতীয় নির্বাচকদের কেন বাতিল করা হল, কোনও কারণ দেওয়া হয়নি বোর্ডের তরফে। ভাবা হচ্ছে, বিশ্বকাপ ব্যর্থতাতেই বলির পাঁঠা করা হল তাঁদের। বর্তমানে অনেকেই বিজয় হাজারে ট্রফির ম্যাচ দেখছিলেন। এর মধ্যেই জাতীয় নির্বাচকরা দুঃসংবাদ পেলেন শুক্রবার রাতে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bcci national selection panel chetan sharma hardik pandya likely to named captain in place of rohit sharma