ফিটনেস সংক্রান্ত নিজের ইয়ো ইয়ো টেস্টের স্কোর সোশ্যাল মিডিয়ায় বেআব্রু করে দিয়েছিলেন বিরাট কোহলি। এরপরেই নড়েচড়ে বসল বিসিসিআই। সরাসরি ক্রিকেটারদের বলে দেওয়া হল, নিজেদের ফিটনেস স্কোর যেন জনসমক্ষে না জানানো হয়। জানা যাচ্ছে, বোর্ডের শীর্ষকর্তারা মোটেই দলের এই খবর প্রকাশ্যে চলে আসায় সন্তুষ্ট নন। গোপনীয় এই বিষয় প্রকাশ্যে চলে আসায় বেজায় খাপ্পা তাঁরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বেঙ্গালুরুর আলুরে প্রস্তুতি ক্যাম্পে উপস্থিত সমস্ত ক্রিকেটারকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে মৌখিক ভাবে। গত মঙ্গলবারই কোহলি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "কোনের মধ্যে দিয়ে ইয়ো ইয়ো টেস্ট শেষ করার খুশির মুহূর্ত।"
এই পোস্টের পরেই ক্ষিপ্ত হন বোর্ড কর্তারা। বোর্ডের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, "ক্রিকেটারদের মৌখিকভাবে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় গোপনীয় তথ্য ফাঁস না করার জন্য। ট্রেনিং করার ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করা যেতেই পারে। তবে ফিটনেস স্কোর পোস্ট করা গোপনীয়তা চুক্তিভঙ্গের সামিল।"
টিম ইন্ডিয়া এশিয়া কাপের আগে ছয় দিনের প্রস্তুতি ক্যাম্প আয়োজন করছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সেই শিবির। প্ৰথম দিনেই ক্রিকেটারদের ফিটনেস যাচাই করার জন্য ইয়ো ইয়ো টেস্ট নেওয়া হয়। টানা ক্রিকেট খেলার জন্য ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টের মাপকাঠিতে অল্পবিস্তর বদল আসতেই পারে। তবে নির্ধারিত ফিটনেসের মাত্রা যেন বজায় থাকে, সেই বিষয়ে টিম ম্যানেজমেন্টের তরফে সতর্ক করা হয়েছে ক্রিকেটারদের।
শ্রীলঙ্কায় এশিয়া কাপে খেলতে নামার আগে ১৩ দিনের ফিটনেস প্রোগ্রাম সূচি রাখা হয়েছিল। এই সময়ে সমস্ত ক্রিকেটারদের রক্ত সহ সমস্ত পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হবে। ফিটনেস নিয়েও কোনওরকম আপোষ করবে না বোর্ড। বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নেওয়া হবে না, জানিয়েই দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ থেকে যে ক্রিকেটাররা আয়ারল্যান্ড সফরে যাননি, তাঁরা ফেরার পর সরাসরি ফিটনেস কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের সঙ্গেই রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। গোটা ফিটনেস কর্মসূচিকে দুটো পর্যায়ে ভাগ করা হয়েছে। একদিনের বিশ্রাম-ও রাখা হয়েছে। অগাস্টের ৯ থেকে শুরু হয়ে এই প্রোগ্রাম চলল ২২ অগাস্ট পর্যন্ত। বিশ্বকাপের আগে কোনওভাবে যাতে চোট আঘাত ভারতীয় দলকে বিপদে না ফেলতে পারে, সেই জন্যই কড়া টিম ম্যানেজমেন্ট।