দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দৈনিক সংক্রমণ দু লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। এমন অবস্থায় আইপিএলের আয়োজন নিয়ে বোর্ড নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় দল কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে।
এরপরে ভারত দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে। তবে ঘটনা হল, এপ্রিলের মধ্যে দেশে করোনা পরিস্থিতি উন্নতি না হলে, ফের একবার বিদেশে আইপিএলের আয়োজন করার ভাবনা রয়েছে বোর্ডের। সেক্ষেত্রে, আমিরশাহি নয়, ভেন্যু হতে পারে দক্ষিণ আফ্রিকা অথবা শ্রীলঙ্কা।
উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে বোর্ড সচিব জু শাহের অফিস থেকে বোর্ডের গোটা বছরের সূচি বদলানো হয়েছে। রঞ্জি ট্রফি স্থগিত করার সময় থেকেই আইপিএল ফের একবার বিদেশে নিয়ে যাওয়ার ভাবনা শুরু হয়। এরপরে অনুর্দ্ধ-১৯ পর্যায়ে কুচবিহার ট্রফিও বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: বুমরার ৫ উইকেটে ঝলসে গেল প্রোটিয়াজরা! ব্যাটিং ব্যর্থতা ঢেকে ফের হিরোগিরি বোলারদের
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এবার গালফ কান্ট্রি-র বাইরে আইপিএল আয়োজন করতে ইচ্ছুক বোর্ড। বোর্ডের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, "সবসময় আমিরশাহির ওপর নির্ভর করে থাকা সম্ভব নয়। তাই আপাতত আরও অপশনের সন্ধানে রয়েছি আমরা। তাছাড়া দক্ষিণ আফ্রিকার টাইম জোন ভারতীয় দর্শকদের জন্য উপযুক্ত।"
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের সময় মাত্র সাড়ে তিন ঘন্টা এগিয়ে। আমিরশাহিতে আইপিএল আয়োজন করলে ম্যাচ শেষ হতে হতে ভারতীয় সময়ে অনেকটাই রাত পেরিয়ে যেত। অনেক ক্রিকেটারই অভিযোগ করত, মাঝরাতে খেলা হওয়ার বিষয়ে। তাছাড়া বারবার বিমানে যাত্রার ধকলে প্লেয়াররা রিকভারির সময় পেতেন না। সম্প্রচারকারী সংস্থা যদি ভারতীয় সময়ে ৭.৩০-এ ম্যাচ শুরু করতে চায়, তাহলে দক্ষিণ আফ্রিকার সময়ে খেলা শুরু করতে হবে বিকাল ৪টায়।
এছাড়াও বোর্ডকে দক্ষিণ আফ্রিকায় ভেন্যু হিসাবে বাছার অন্যতম ফ্যাক্টর হতে চলেছে চলতি ভারত-প্রোটিয়াজ সিরিজ। এছাড়াও এর আগে ভারতীয়-এ দলের সফর। গোটা সিরিজ খেলা হচ্ছে নিশ্ছিদ্র বায়ো বাবলে। তবে আলাদা আলাদা হোটেল, স্টেডিয়ামকে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য নজরকাড়া। বায়ো বাবলে থাকার সময় বারবার ক্রিকেটাররা মানসিক ক্লান্তির অভিযোগ করেন। দক্ষিণ আফ্রিকার ওপার প্রাকৃতিক সৌন্দর্য সেক্ষেত্রে ক্রিকেটারদের কাছে ওয়েলকাম রিলিফ। ১০ দলের আইপিএল নিয়ে ম্যাচের সংখ্যাও আগের থেকে অনেকটা বাড়বে।
ভারতে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়েই একসময় অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকা থেকে ওমিক্রন ভ্যারিয়েন্ট আপাতত দাপট দেখাচ্ছে বিশ্বে। গুয়েটাং প্রদেশ থেকে ছড়িয়ে পড়া নয়া অবতারে এই করোনা ভাইরাস রীতিমত ত্রাস ছড়িয়েছে বিশ্বে। নেদারল্যান্ডস এর সগে সফর কাটছাট করে দেশে ফিরে গিয়েছিল। তবে ভারত সূচি বদলে দক্ষিণ আফ্রিকায় দুই ফরম্যাটের ক্রিকেট খেলছে। আপাতত নির্বিঘ্নেই হয়ে চলেছে সফর। তাই ২০০৯-এর পরে এই দেশে আইপিএলের আসর বসলে অবাক হওয়ার কিছু নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন