/indian-express-bangla/media/media_files/2025/06/02/y0630vDDLba9mnCkczYW.jpg)
বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি
Roger Binny Retirement: চলতি মাসেই ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজ চলাকালীন অবসর গ্রহণ করবেন বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিনি (Roger Binny)। এই পরিস্থিতি বিনির ফাঁকা সিংহাসনে একজন নতুন সভাপতিকে বসানো হবে। বেশ কয়েকটি সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আগামী সভাপতি হিসেবে দেখা যেতে পারে রাজীব শুক্লাকে (Rajiv Shukla)। ২০২২ সালে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রজার বিনি। ২০২৫ সালে তিনি অবসর গ্রহণ করতে চলেছেন।
এই তারিখেই গ্রহণ করবেন অবসর
আগামী ১৯ জুলাই অবসর গ্রহণ করতে চলেছেন রজার বিনি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে একজন নতুন সভাপতিকে নিয়ে আসা হবে। সূত্রের খবর, রাজীব শুক্লা বিসিসিআই-এর নয়া সভাপতি হতে চলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, 'রজার বিনির মেয়াদ আগামী ১৯ জুলাই শেষ হতে চলেছে। এরপর রাজীব শুক্লাকে বিসিসিআইয়ের কার্যকরী সভাপতি হিসেবে নিয়ে আসা হবে। এবছরই সেপ্টেম্বর মাসে বোর্ডের নতুন সভাপতির জন্য নির্বাচন আয়োজন করা হবে।'
বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রাজীব শুক্লা। বেশ কয়েকটি বড় পদের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডে তিনি সহ সভাপতি পদে রয়েছেন। এবার আশা করা হচ্ছে, রাজীব শুক্লার দায়িত্ব বাড়তে পারে। এর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেয়ারম্য়ান পদেও রয়েছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সময় থেকেই তিনি BCCI-এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৮ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছিলেন
এবার রজার বিনির কথায় আসা যাক। ২০২২ সালের ১৮ অক্টোবর বিসিসিআই সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। রজার যখন অবসর গ্রহণ করবেন, সেইসময় টিম ইন্ডিয়া ব্রিটিশদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে এই টেস্ট সিরিজ। শেষ টেস্ট ম্য়াচটি আগামী ১০ জুলাই থেকে শুরু হবে।