/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/jay-shah-wc.jpg)
বিশ্বকাপে ফের অসন্তোষের মুখে বিসিসিআই (টুইটার)
প্ৰথম সিজনেই সাড়া ফেলে দিয়েছিল ওমেন্স প্রিমিয়ার লিগ। ভারতীয় মহিলা ক্রিকেটের মানচিত্রই গিয়েছিল বদলে। এবার ফের একবার আসর বসতে চলেছে ওমেন্স প্রিমিয়ার লিগের। ওমেন্স প্রিমিয়ার লিগের নিলাম এবার অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর মুম্বইয়ে।
আইপিএলের ঠিক আগেই মহিলাদের প্রিমিয়ার লিগ আয়োজিত হওয়ার কথা এপ্রিল-জুনে। ৫৬ জন ক্যাপড (জাতীয় দলে খেলা), ১০৯ জন আনক্যাপড (জাতীয় দলে কখনও না খেলা) ক্রিকেটারদের এবারে নিলামের দারিপাল্লায় তোলা হবে। লড়াইয়ে নামবে পাঁচ ফ্র্যাঞ্চাইজি- দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টস, ইউপি ওয়ারিয়র্স এবং আরসিবি।
আর ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামের ঠিক আগেই বোর্ডের তরফে আট সদস্যের কমিটি গঠন করা হল, যাঁরা মহিলাদের লিগের উন্নতির খুঁটিনাটি নজর রাখবেন। আর এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি। কমিটির আহ্বায়ক হয়েছেন সচিব জয় শাহ। এছাড়াও কমিটিতে রয়েছেন আশিস সেলার (বোর্ডের কোষাধ্যক্ষ), অরুণ সিং ধুমল (আইপিএল চেয়ারপার্সন), রাজীব শুক্লা (বোর্ডের ভাইস প্রেসিডেন্ট), দেবজিত সাইকিয়া (বোর্ডের যুগ্ম সচিব), মধুমতী লেলে এবং প্রভতেজ ভাটিয়া।
🚨 NEWS 🚨
BCCI announces esteemed Committee Members for Women's Premier League.
Details 🔽 #TATAWPLhttps://t.co/xqudYTf7O1— Women's Premier League (WPL) (@wplt20) December 7, 2023
টুর্নামেন্টের সমস্ত ফ্র্যাঞ্চাইজি, স্টেকহোল্ডার, প্লেয়ার এবং সমর্থকদের সঙ্গে যোগসূত্র রক্ষা করবে এই কমিটি।