অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার বাদ পড়া নিয়ে শোরগোল ভারতীয় ক্রিকেট মহলে। ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করলেও তিনি বাদ পড়েছেন অজি সফরের দল থেকে। তবে রোহিতের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার এখনও সুযোগ রয়েছে বলে মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অস্ট্রেলিয়া সফরে আমরা সম্পূর্ণ সুস্থ রোহিতকে চাই। সুস্থ হলে নির্বাচকরা নিশ্চয়ই ভেবে দেখবেন তাঁকে দলে নেওয়া যায় কিনা।
বর্তমানে চোটের কারণে চলতি আইপিএলে খেলতে পারছেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট লাগে তাঁর। এর ফলে রানিং বিটুইন দ্য উইকেটসে প্রভাব পড়ে। যদিও প্র্যাকটিসে স্বমহিমায় রয়েছেন রোহিত। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, ঠান্ডা মাথায় একের পর এক শট খেলছেন তিনি। বোর্ডের এক কর্তা বলেছেন, রোহিতের হ্যামস্ট্রিংয়ের চোটের যা অবস্থা, তাতে হাঁটতে বা ব্যাট করতে সমস্যা হবে না। অসুবিধা হবে দ্রুত সিঙ্গল রান নিতে গেলে। রান নেওয়ার সময়ে জোরে দৌড়তে গেলে অসুবিধা হতে পারে। ১২ নভেম্বর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবে। তার আগে দেখা যাক রোহিতের দলে ঠাঁই হয় কি না।
আরও পড়ুন রোহিত কেন জাতীয় দল থেকে বাদ, দুর্বল যুক্তি দিলেন শাস্ত্রী
প্রসঙ্গত, অস্ট্রেলিয়াগামী সফরে তিন ফরম্যাটের দল বেছে নেওয়া হয়েছে কিছুদিন আগেই। তবে সেই নির্বাচনের পর বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও রোহিতের বাদ পড়া নিয়ে আলোচনা থামছে না। রোহিতের চোট কতটা গুরুতর, তা খোলসা করে জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। তবে সন্দেহ তৈরি হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রীতিমতো পরিচিত মেজাজে হিটম্যানকে দেখে। সেখানে তারকাকে দেখা গিয়েছে বল ওড়াতে। দল নির্বাচনের পর রোহিতের সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। বোর্ডের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, রোহিতের ফিটনেসের উন্নতিতে নজর রাখবে বোর্ড।