Advertisment

এক চিঠিতেই দুঃশ্চিন্তা দূর করলেন সৌরভ! টি-২০ বিশ্বকাপ নিয়ে বড়সড় ঘোষণা

দেশে আপাতত করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল। তারপরেই টি২০ বিশ্বকাপ। নাওয়া-খাওয়ার সময় নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। এদিকে, বিশ্বে করোনার নতুন হটস্পট ভারত। দৈনিক লক্ষ লক্ষ ব্যক্তি করোনা আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ভারত কতটা সফলভাবে বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisment

তবে সমস্ত সংশয় উড়িয়ে দিয়ে বোর্ড সভাপতি সৌরভ বলে দিয়েছেন, করোনা ভীতি উড়িয়ে দারুণভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে বোর্ড। সম্প্রতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে আমন্ত্রণ জানিয়ে সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি এবং সচিবদের চিঠি দিয়েছেন সৌরভ। সেখানেই আত্মবিশ্বাসের সঙ্গে টি২০ বিশ্বকাপ আয়োজন করার বার্তা শোনা গিয়েছে তাঁর গলায়।

আরো পড়ুন: অধিনায়ক হয়েও সতীর্থকে স্লেজিং! দিল্লি ক্যাপিটালস অনুশীলনে বেপরোয়া কীর্তি পন্থের, রইল ভিডিও

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সৌরভ চিঠিতে লিখেছেন, "আশা করছি দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। দেশের সমস্ত ঘরোয়া ক্রিকেট তো বটেই সেরা টি২০ বিশ্বকাপ আয়োজনও করব আমরা।"

করোনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে বোর্ড সফলভাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি।এবং বিজয় হাজারে ট্রফি আয়োজন করেছিল। যদিও পাঁচদিনের রঞ্জি ট্রফি বাতিল করতে বাধ্য হন বোর্ড।

দেশে আপাতত করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় গত ছয় মাস ধরেই জৈব সুরক্ষা বলয়ে দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। এমন প্রতিকূল পরিস্থিতিতে থেকেও সর্বোচ্চমানের ক্রিকেট উপহার দেওয়ার জন্য জাতীয় দলের তারকাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

সৌরভ লিখেছেন, "সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটাররা বায়ো বাবলে দীর্ঘদিন থাকলেও দুর্ধর্ষ ক্রিকেট উপহার দিয়ে চলেছে।"

সৌরভ যাই বলুন, আইপিএল কতটা সফলভাবে আয়োজন করতে পারবে ভারত, তার ওপরেই নির্ভর করছে টি২০ বিশ্বকাপ নিখুঁতভাবে আয়োজন করার বিষয়টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly BCCI
Advertisment