Advertisment

Indian Head Coach Fake Application: ভারতের কোচ হতে আবেদন 'মোদি-শাহ, শচীন-ধোনির'! আসল সত্যিটা জানতেই চোখ কপালে বোর্ডের

Indian Team Head Coach: বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় দলের হেড কোচের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের তরফে। তারপর ভারতের কোচের পদে আবেদন করেছেন ৩০০০-এর বেশি ব্যক্তি।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
Indian Team Head Coach:

Indian Head Coach Fake Application: ভারতের কোচ হওয়া নিয়ে ভুয়ো আবেদন জমা পড়ল বিসিসিআই দফতরে (ইন্ডিয়ান এক্সপ্রেস ফাইল চিত্র এবং টুইটার)

India Head Coach Hunt: ভারতের কোচ হতে চেয়ে আবেদন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি শচীন তেন্ডুলকর থেকে ধোনি। নামি দামি সকল ব্যক্তিত্বদের বায়োডেটাও জমা পড়েছে বোর্ডের সদর দফতরে। তবে অবাক হওয়ার কিছু নেই। সবই ভুয়ো আবেদন।

Advertisment

বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় দলের হেড কোচের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের তরফে। তারপর ভারতের কোচের পদে আবেদন করেছেন ৩০০০-এর বেশি ব্যক্তি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে অধিকাংশ-ই ভুয়ো আবেদন। প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের নামের আড়ালে ভুয়ো আবেদন জমা পড়েছে।

২৭ মে, সোমবার-ই ছিল কোচের পদে আবেদন করার শেষ দিন। বোর্ডের সূত্রে জানা গিয়েছে, শচীন, হরভজন, ধোনি, বীরেন্দ্র শেওয়াগদের ভুয়ো আবেদন জমা পড়েছে। এই তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরাও।

চলতি মে মাসের ১৩ তারিখে হেড কোচের জন্য গুগল ফর্মে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় বোর্ডের তরফে। তারপর থেকেই বোর্ডের সংশ্লিস্ট গুগল ফর্মে প্রচুর ভুয়ো আবেদন আসতে থাকে নিয়মিত। এর ভুয়ো আবেদনকারীদের ভিড়ে আসল আবেদনকারীদের দরখাস্ত জমা পড়েছে কিনা, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: যাঁদের কথা কেউ ভাবেনি, তাঁদের জন্য হৃদয় উপুড় জয় শাহের! KKR চ্যাম্পিয়ন হতেই বড় ঘোষণা বোর্ড সচিবের

বোর্ডের দফতরে ভুয়ো আবেদনের এই হিড়িক অবশ্য এবারই প্ৰথম নয়। এর জন্য বোর্ডকে এর আগেও সময় নষ্ট করতে হয়েছে ঝাড়াই বাছাই করার জন্য। ২০২২-এ যখন হেড কোচের জন্য দরখাস্ত চাওয়া হয় বিসিসিআইয়ের তরফে। সেই সময় আবেদন ৫০০০ ছাড়িয়ে গিয়েছিল। বহু আবেদন এসেচিক সেলেব্রিটিদের নামে। সেই সময় বোর্ডের তরফে ইমেল করতে বলা হয়েছিল ইচ্ছুক প্রার্থীদের। এবার অবশ্য গুগল ফর্ম ভরতে বলা হয়েছে।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, "গত বছরেই বর্দ্রর কাছে এরকম প্রতিক্রিয়া এসেছিল। অধিকাংশ প্রতারক আবেদন করেছিল। এবার গুগল ফর্ম ভরতে বলা হয়েছে যাতে একঝলক দেখেই নাম জানা সম্ভব হয়।

ভারতের সিনিয়র পুরুষ দলের জন্য হেড কোচের নিয়োগের বিজ্ঞপ্তিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছিল, "আন্তর্জাতিক স্তরের ভারতীয় ক্রিকেট দল গড়ে তুলতে হবে যে দল যে কোনও ফরম্যাটে যে কোনও পরিস্থিতিতে সাফল্য আনার ক্ষমতা রাখে। যাতে বর্তমান এবং ভবিষৎ প্রজন্মের ক্রিকেটার এবং স্টেকহোল্ডারদের উৎসাহ জোগাতে পারে।"

আরও এক উল্লেখযোগ্য পয়েন্ট, "তারকা খচিত দলের ক্রিকেটারদের হ্যান্ডল করতে পারবেন, প্রত্যাশার চাপ নিতে সক্ষম হতে হবে সংশ্লিস্ট কোচকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মে। আইপিএল ফাইনালের ঠিক একদিন পরেই। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বরের ৩১ পর্যন্ত কোচের পদে নিয়োগ করা হবে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।"

Indian Team PM Narendra Modi Mahendra Sing Dhoni BCCI PM Modi amit shah MS DHONI Sachin Tendulkar Indian Cricket Team
Advertisment