Abhishek Nayar-T Dilip Sacked: ড্রেসিংরুমের ঝগড়া বাইরে ফাঁস কেন? টিম ইন্ডিয়ার কোচকে তাড়িয়েই দিল BCCI

BCCI removes Abhishek Nayar, T Dilip: হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি. দিলীপ এবং ট্রেনার সোহম দেশাইকে চাকরি থেকে অপসারিত করা হয়েছে।

BCCI removes Abhishek Nayar, T Dilip: হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি. দিলীপ এবং ট্রেনার সোহম দেশাইকে চাকরি থেকে অপসারিত করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, ভারতীয় ক্রিকেট দল,

BCCI removes Abhishek Nayar, T Dilip: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবির জেরেই কঠোর পদক্ষেপ বোর্ডের

BCCI removes Abhishek Nayar, T Dilip as coaches of Indian team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের (Indian Cricket Team) করুণ পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের কথাবার্তা বারবার বাইরে ফাঁস হওয়ার পর, পদক্ষেপ করল BCCI। ভারতীয় কোচিং স্টাফের ওপর বড় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সহকারী অভিষেক নায়ার (Abhishek Nayar), ফিল্ডিং কোচ টি. দিলীপ এবং ট্রেনার সোহম দেশাইকে চাকরি থেকে অপসারিত করা হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

Advertisment

মাত্র ৮ মাস আগে অভিষেক নায়ারের নিয়োগ

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে লজ্জাজনক হারের পর থেকে জাতীয় দলে বিসিসিআই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও, মাত্র আট মাস আগে নিয়োগ পাওয়া অভিষেক নায়ারকেও চাকরি থেকে বরখাস্ত হয়েছে। তিনি গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ বলে পরিচিত।

ফিল্ডিং কোচ টি. দিলীপও অপসারিত

Advertisment

এছাড়া ফিল্ডিং কোচ টি. দিলীপও (T Dilip) নিজের পদ ধরে রাখতে পারেননি। দিলীপের আসার পর ভারতীয় দলের ফিল্ডিংয়ে বড় উন্নতি দেখা গিয়েছিল। প্রতি ম্যাচের পরে "বেস্ট ক্যাচিং অ্যাওয়ার্ড" শুরু হওয়ার ধারাও তাঁর সময়কালে চালু হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, BCCI তাঁদের পরিবর্তে নতুন কাউকে নিয়োগ করার পরিকল্পনা করছে না।

আরও পড়ুন সুপার ওভারে হেটমায়ার-পরাগকে পাঠানোই কাল হল? কোন ভুলে জেতা ম্যাচে হার, কী বললেন স্যামসন?

আদ্রিয়ান লি রু যোগ দেবেন সাপোর্ট স্টাফে

ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটক ইতিমধ্যেই যুক্ত রয়েছেন। ফিল্ডিং কোচ টি. দিলীপের কাজ সহকারী কোচ রায়ান টেন দুশখাতে করতে পারেন এবং ট্রেনার সোহম দেশাইয়ের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান লি রুকে নেওয়া হতে পারে। আদ্রিয়ানের কাছে আইপিএলের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১১ বছর ধরে কেকেআরের সাপোর্ট স্টাফের অংশ ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত এবং ২০০২-২০০৩ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গেও কাজ করেছেন।

আরও পড়ুন ১২ বলে পারফেক্ট ১২ ইয়র্কার! ১১.৭৫ কোটি টাকা উসুল, সুপার ওভারে বিধ্বংসী বোলিং স্টার্কের

এটি ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী পর্যায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তন আনতে পারে, সেটাই দেখার বিষয়।

Indian Cricket Team BCCI Gautam Gambhir