Advertisment

BCCI on Champions Trophy: রোহিত কি পাকিস্তানের যাচ্ছে, মুখ খুলল BCCI! জার্সি বিতর্কে খুল্লামখুল্লা রহস্য ফাঁস

BCCI on Champions Trophy: বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, ভারত আইসিসির নির্ধারিত ড্রেস কোড মেনে চলবে। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে অনেক বিষয়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma to visit Pakistan

India vs Pakistan: ভারত বনাম পাকিস্তান নামবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (টুইটার)

BCCI on Champions Trophy: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের ক্ষেত্রে ভারতীয় দলের অংশগ্রহণ আপাতত অনিশ্চিত রয়েছে। জানা গিয়েছে, অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে গিয়ে আনুষ্ঠানিক মিডিয়া কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়ে আলোচনা চলছে।

Advertisment

আগামী ফেব্রুয়ারি ১৯ তারিখে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে। কারণ, পাকিস্তান সফর করতে অস্বীকার করার কারণ হিসাবে বিসিসিআইয়ের তরফে নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করা হয়েছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, "রোহিত শর্মা পাকিস্তানে গিয়ে আইসিসি মিডিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি"। প্রাক টুর্নামেন্ট প্রেস কনফারেন্স এবং ফটোশুটে রোহিতের অংশগ্রহণের বিষয়ে চলমান জল্পনা-কল্পনার প্রেক্ষাপটে তিনি এ কথা জানিয়েছেন।

২০০৮ সালের পর থেকে ভারতীয় দল কোনও দ্বিপাক্ষিক সফরের জন্য পাকিস্তানে যায়নি। দীর্ঘস্থায়ী নিরাপত্তা সমস্যার ঘটনা পাকিস্তানে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশগ্রহণকে প্রভাবিত করতে চলেছে। মিডিয়া ইভেন্টগুলো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি সাইকিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের নাম সরকারি জার্সিতে থাকা নিয়ে বিসিসিআই আপত্তি সংক্রান্ত গুজবগুলিও উড়িয়ে দিয়েছেন।

Advertisment

বিসিসিআই সচিব নিশ্চিত করেছেন যে ভারত টুর্নামেন্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা নির্ধারিত পোশাক কোড কঠোরভাবে মেনে চলবে। সাইকিয়া পিটিআইকে বলেছেন, "চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিসিসিআই আইসিসির সমস্ত ইউনিফর্ম-সম্পর্কিত নিয়ম মেনে চলবে।"

এতে জার্সিতে পাকিস্তানের নাম নিয়ে সরকারি লোগো নিয়ে সংক্রান্ত ভারতের আপত্তির জল্পনা-কল্পনা দূর হয়ে যায়। তিনি আরও যোগ করেছেন, "লোগো এবং পোশাক কোড সম্পর্কিত অন্যান্য দল যা করবে, আমরাও সেই অনুযায়ী চলবো।" এই বিবৃতিতেই স্পষ্ট যে ভারতের মনোযোগ আইসিসির নির্দেশিকা মেনে চলার দিকেই রয়েছে আপাতত। আইসিসি সকল দলকে তাদের খেলা ও অনুশীলন কিট অনুমোদনের জন্য জমা দিতে হবে টুর্নামেন্ট শুরুর আগে।

এই প্রক্রিয়ার অংশ হিসাবে, সমস্ত অংশগ্রহণকারী দলের কিটে থাকা লোগো এবং নাম আইসিসির অনুমোদন বাধ্যতামূলক। ঐতিহাসিকভাবে, অংশগ্রহণকারী দলগুলি একই রকম পোশাক কোড মেনে চলেছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিটে আয়োজক দেশ হিসেবে নাম লেখা ছিল ইংল্যান্ড এবং ওয়েলশ-এর। চলতি আইসিসি মহিলা ইউ-১৯ টি-২০ বিশ্বকাপে আয়োজক দেশের নাম হিসাবে মালয়েশিয়ার নামও রয়েছে জার্সিতে।

ICC pakistan BCCI Champions Trophy Pakistan Cricket Indian Cricket Team India-Pakistan Pakistan Cricket Team Team-India Team India Pakistan Cricket Board (PCB)
Advertisment