Jay Shah, ICC Women's T20 World Cup: বাংলাদেশে সন্ত্রাস, গৃহযুদ্ধ অব্যাহত। এমন অবস্থায় আইসিসির মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বাংলাদেশেই টি২০ বিশ্বকাপের আসর বসার কথা অক্টোবরের ৩ তারিখ থেকে। তবে নিরাপত্তা ইস্যুতে অনেক দেশই বাংলাদেশে যাওয়া থেকে বিরত থাকতে পারে, এমনই শঙ্কা আইসিসির। বলা হচ্ছিল, বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন না করা সম্ভব হলে, ভারতে বসতে পারে মেগা টুর্নামেন্টের আসর।
তবে সম্ভবত তেমনটা ঘটছে না। আইসিসিকে ভারত সরাসরি জানিয়ে দিয়েছে, মহিলাদের টি২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব তারা নিতে পারবে না। জয় শাহ সরাসরি বলে দিয়েছেন, ওই সময়ে পুরুষদের ক্রিকেটে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ গুরুত্বপূর্ণ।
ক্রিকবাজ-এর প্রতিবেদনে জয় শাহকে উদ্ধৃত করে বলা হয়েছে, "ওঁরা (আইসিসি) আমাদের জিজ্ঞাসা করেছিল, আমরা মহিলাদের বিশ্বকাপ আয়োজন করতে পারব কিনা! আমি সরাসরি প্রত্যাখান করে দিয়েছি। আমাদের এখানে তখন বর্ষাকাল চলবে। তাছাড়া আমরা আগামী বছরেই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছি। টানা দু বছর বিশ্বকাপ আয়োজনের নিশ্চয়তা দিইনি ওঁদের।"
কেন মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজনে উৎসাহী নয় ভারত? জয় শাহ আরও খোলসা করেছেন। বলে দিয়েছেন, "আমরা ওঁদের (বাংলাদেশ ক্রিকেট সংস্থা) সঙ্গে কথা বলিনি। নতুন সরকার ওখানে দায়িত্ব নিয়েছে। ওঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। নাহলে আমরা করব। বাংলাদেশ সিরিজ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।"
সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হতে চলা ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে ভারত দুটো টেস্ট, তিনটে টি২০ খেলবে। ১৯-২৩ সেপ্টেম্বর প্ৰথম টেস্ট হবে বেঙ্গালুরুর এম চিদাম্বরম স্টেডিয়ামে। সেপ্টেম্বরের ২৭ থেকে দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। তিনটে টি২০ হবে যথাক্রমে ৬, ৯, ১২ অক্টোবর।