Advertisment

Jay Shah Net Worth: ১ টাকাও বেতন নেন না বোর্ড থেকে, সচিব জয় শাহের সম্পত্তি তবু আকাশছোঁয়া! কীভাবে জানুন

BCCI secretary Jay Shah net worth: পাঁচ বছরের বেশি সময় ধরে বোর্ডের সচিব জয় শাহ। তবে জানা গিয়েছে, বোর্ডের পদে থাকার জন্য এক টাকাও পারিশ্রমিক নেন না তিনি। একাধিক সর্বভারতীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, জয় শাহের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১২৫-১৫০ কোটি টাকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, Sourav, জয় শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায়,

Jay Shah-Sourav: সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন জয় শাহ বোর্ডের সচিব পদে ছিলেন। (ছবি- টুইটার)

Jay Shah Net Worth: বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ২০১৯ সাল থেকেই এই পদে আসীন তিনি। বোর্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ সচিব তিনি। জন্ম ১৯৮৮-এর ২২ ডিসেম্বর। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সন্তান তিনি। শুধুমাত্র বোর্ডের সচিব-ই নন, একজন প্রভাবশালী ব্যবসায়ীও তিনি। নিরমা বিশ্ববিদ্যালয়ের বিটেকে স্নাতক তিনি। একসময়ের উঠতি ক্রিকেটারও ছিলেন তিনি। আহমেদাবাদে বিখ্যাত কোচ জয়েন্দ্র সেহগাল-এর কাছ থেকে ক্রিকেটের প্রশিক্ষণ নিতেন।

Advertisment

জয় শাহের সম্পত্তির পরিমাণ ১২৫-১৫০ কোটি টাকা

পাঁচ বছরের বেশি সময় ধরে বোর্ডের সচিব জয় শাহ। তবে জানা গিয়েছে, বোর্ডের পদে থাকার জন্য এক টাকাও পারিশ্রমিক নেন না তিনি। একাধিক সর্বভারতীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, জয় শাহের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১২৫-১৫০ কোটি টাকা। বোর্ডের বেতন না নিলেও পারিবারিক ব্যবসা তাঁর উপার্জনের মূল উৎস। ২০০৪ সালে প্রতিষ্ঠিত কৃষি সরঞ্জাম এবং পণ্য ব্যবসায়িক সংস্থা টেম্পল এন্টারপ্রাইসের অন্যতম অংশীদার এবং ডিরেক্টর তিনি। এই সংস্থা ২০১৬-য় বন্ধ হয়ে যায়। এছাড়াও ২০১৫-য় তৈরি হওয়া কুসুম ফিনসার্ভে ৬০ শতাংশের মালিকানা রয়েছে তাঁর।

জয় শাহ বিটেক-এ স্নাতক

২০১৫-র ফেব্রুয়ারিতে ঋষিতা প্যাটেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কলেজ জীবনে থেকেই ছিল প্রেম। যা পরবর্তীতে পরিণতি পায় বিবাহে। নিরমা বিশ্ববিদ্যালয় থেকে বিটেক-এ স্নাতক উত্তীর্ণ হয়েছেন জয় শাহ। পড়াশুনার পাঠ চোকানোর পর জয় শাহ টেম্পল এন্টারপ্রাইসের অন্যতম ডিরেক্টর হিসাবে কর্মজীবন শুরু করেন। এছাড়াও ২০০৯-এ আহমেদাবাদের সেন্ট্রাল ক্রিকেট বোর্ডের কার্যকরী সমিতির অন্যতম সদস্যও মনোনীত হন। এরপরে গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব হন ২০১৩ সালে। ২০১৫-য় বোর্ডের ফিন্যান্স এবং মার্কেটিং কমিটির সদস্যও ছিলেন।

BCCI Jay Shah Cricket News
Advertisment