কোহলি নেতৃত্ব ছাড়ার পরেই BCCI-এর বার্তা, মুখ খুললেন জয় শাহ-ও

টিম ইন্ডিয়ায় আপাতত আর দেখা যাবে না অধিনায়ক কোহলিকে। তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ালেন তিনি।

টিম ইন্ডিয়ায় আপাতত আর দেখা যাবে না অধিনায়ক কোহলিকে। তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ালেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শনিবারের বারবেলায় যে এরকম বড়সড় ঘোষণা আসতে চলেছে, তা-ও খোদ কোহলির কাছ থেকে তা ভাবতেই পারেনি ক্রিকেট বিশ্ব। আর টেস্টে কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরেই বোর্ডের তরফে ধন্যবাদজ্ঞাপক টুইট করা হল কোহলিকে উদ্দেশ্য করে।

Advertisment

কোহলির মেগা টুইটের পরে।বোর্ডের টুইট ভেসে এল, "প্রশংসনীয় নেতৃত্বগুণে কোহলি জাতীয় টেস্ট দলকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বোর্ডের তরফে শুভেচ্ছা রইল। ৬৮ টেস্টে কোহলি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। ৪০ জয় সমেত কোহলি দেশের সফলতম টেস্ট অধিনায়ক।"

আরও পড়ুন: টেস্টেও নেতৃত্ব ছাড়লেন কোহলি! শনিবাসরীয় মেগা সিদ্ধান্তে ঝড় তুললেন সুপারস্টার

Advertisment

বোর্ডের শুভেচ্ছা-টুইটের পরে বোর্ড সচিব জয় শাহ-ও টুইট করে তুমুল প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে। "টেস্টের অধিনায়কত্ব পর্ব দারুণভাবে সামলানোর জন্য কোহলিকে শুভেচ্ছা। বিরাট জাতীয় দলে তুখোড় ফিট ইউনিট হিসাবে গড়ে তুলেছিল, যাঁরা দেশে-বিদেশে দুর্দান্ত পারফর্ম করে এসেছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টেস্ট জয় বরাবরের মত স্পেশ্যাল।"

২০১৪/১৫ অস্ট্রেলীয় সফরের মাঝপথে হঠাৎ ধোনি টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। সেই সফরেই অধিনায়কত্বে অভিষেক ঘটে কোহলির। কোহলির নেতৃত্বে ভারতীয় দল দীর্ঘসময় বিশ্বে একনম্বর টেস্ট দল ছিল। প্ৰথমবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছয় টিম ইন্ডিয়া।

নেতৃত্ব ছাড়ার টুইটে কোহলি লিখেছেন, "সাত বছরের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, অক্লান্ত প্রচেষ্টা- সমস্ত কিছুর কোনও না কোনও শেষ থাকে। টেস্ট অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ অংশ।"

"গোটা যাত্রাপথে অজস্র উত্থান-পতনের সাক্ষী থেকেছি। তবে কখনই প্রচেষ্টা অথবা বিশ্বাসের খামতি থাকেনি। যা কিছুই করেছি, সবসময় নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। এবং যখন সেটা উপলব্ধি করতে পারি, সেটা করা থেকে বিরত থেকেছি। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হৃদয়ের দিক থেকে পুরোপুরি পরিষ্কার আমি। দলের প্রতি কখনই অসৎ হতে পারব না।"

"দীর্ঘ এই সময় ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। দলের প্রতি আমার হার না মানা আমার মনোভাবে যে সতীর্থরা বিশ্বাস করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাতে চাই। তোমরাই এই যাত্রাপথ এই সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ। রবি ভাই সহ সমস্ত সাপোর্ট স্টাফ যাঁরা এই গাড়ির আসল ইঞ্জিন ছিলেন তাঁরা জীবনের এই দৃষ্টিভঙ্গি দলে নিয়ে এসেছিলেন। মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ, যে আমার মধ্যে নেতৃত্বের সত্তা আবিষ্কার করেছিল এবং বিশ্বাস করেছিল যে আমি জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে উপযুক্ত।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli BCCI Indian Cricket Team Indian Team