Gautam Gambhir named head coach: বিসিসিআই সেক্রেটারি জয় শাহ মঙ্গলবার ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে দিলেন।
নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি পোস্ট করে লিখেছেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে অবত করছি যে গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে স্বাগত জানাই। আধুনিক ক্রিকেট দ্রুত পাল্টে যাচ্ছে, এবং গৌতম এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন। কেরিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে পারদর্শিতা অর্জন করেছেন উনি। আমি আত্মবিশ্বাসী যে গৌতম ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি।"
গম্ভীর রাহুল দ্রাবিড়ের কাছ থেকে প্রধান কোচের দায়িত্ব নিলেন, যিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
জাতীয় দলের হেড কোচ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গম্ভীর নিজেও। টুইটারে লিখেছেন, "ভারত হল আমার পরিচয়। দেশের হয়ে কাজ করতে পারা আমার জীবনের সবথেকে বড় সুযোগ। টিম ইন্ডিয়ায় ফিরতে পেরে সম্মানিত বোধ করছি। অবশ্যই এবার আলাদায় ভূমিকা ফিরে এলাম। কিন্তু আগে আমার যে লক্ষ্য ছিল, এখন সেটাই থাকছে। আর সেটা হল যে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন কাঁধে নিয়ে এগিয়ে চলে মেন ইন ব্লু ব্রিগেড। আর সেই স্বপ্নগুলি যাতে সত্যি হয়, তা নিশ্চিত করার জন্য আমি সর্বোতভাবে আমি চেষ্টা চালিয়ে যাব।"
এদিকে, ভারতীয় বোর্ড শীঘ্রই দলের সাপোর্ট স্টাফদের নিয়োগের জন্য আবেদনের বিজ্ঞপ্তি দেবে। কারণ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপের পরেই শেষ হয়ে গিয়েছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ইতিমধ্যেই জানিয়েছিলেন যে নতুন কোচ - গম্ভীর - শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন।
এটাও জানা গেছে যে বোর্ড গম্ভীরকে তার সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার জন্য পুরো দায়িত্ব ছাড়বে। ভারতীয় দলের সত্যিই ব্যাটিং কোচ প্রয়োজন কি না তা এখনও স্পষ্ট নয়, কারণ গম্ভীর নিজেই সমস্ত ফরম্যাটে সফল আন্তর্জাতিক ব্যাটসম্যান। তিনি কলকাতা নাইট রাইডার্সের ২০২৪-এ শিরোপা জয়ী আইপিএল সিজনে মেন্টর ছিলেন।