scorecardresearch

বড় খবর

বিশ্বকাপ জিতে জয় শাহকে স্পেশ্যাল গিফট মেসির! ভারতীয় বন্ধুকে ভুললেন না ফুটবল কিংবদন্তি

মেসির কাছ থেকে বিরাট উপহার পেয়ে আপ্লুত জয় শাহ

বিশ্বকাপ জিতে জয় শাহকে স্পেশ্যাল গিফট মেসির! ভারতীয় বন্ধুকে ভুললেন না ফুটবল কিংবদন্তি

বরাবরে মত তিনি আর্জেন্টিনীয় ফ্যান। ক্রিকেট প্রশাসক হলেও লিওনেল মেসির অনুরাগী। জয় শাহ সম্ভবত জীবনের সবথেকে বড় উপহার পেয়ে গেলেন বছরের শেষে। আর্জেন্টিনা কাপ জিততেই বোর্ডের সচিব জয় শাহ পেয়ে গেলেন দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের কাছ থেকে জার্সি।

যে জার্সিতে সই করে দিয়েছেন স্বয়ং মেসি। এলএমটেন ভোলেননি নিজের ভারতীয় বন্ধুকে। কাপ জিতে শত সেলিব্রেশনের মধ্যেও জয় শাহ-কে পাঠিয়ে দিলেন নিজের সই করা জার্সি। যা পেয়ে রীতিমত আপ্লুত ভারতীয় বোর্ডের উচ্চপদস্থ কর্তা।

আরও পড়ুন: রাঁধুনির ছোঁয়ায় অপবিত্র বিশ্বকাপ ট্রফি! ফাইনাল ম্যাচের বিরাট কেলেঙ্কারি সামনে আসতেই নড়েচড়ে বসল ফিফা

জয় শাহ এই সুখবর নিজে শেয়ার করেননি। জাতীয় দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা নিজের ইনস্টাগ্রামে লিওনেল মেসির সই সম্বলিত সেই আর্জেন্টিনীয় জার্সির ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যাচ্ছে নীল-সাদা জার্সি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রজ্ঞান ওঝা এবং জয় শাহ।

সেই জার্সিতে বিখ্যাত দশ নম্বর যেমন খোদাই করা রয়েছে, তেমন রয়েছে মেসি নাম-ও। মেসি সই করেছেন, “পারা জয় শাহ” (জয় শাহের জন্য)।

ক্যাপশনে প্রজ্ঞান ওঝা লিখেছেন, “গোট (গ্রেটেস্ট অফ অল টাইম) শুভেচ্ছা জানিয়ে জয় শাহকে সই করা জার্সি পাঠিয়েছেন। কি নিদারুণ মাটির মানুষ! আশা করি, আমিও শীঘ্রই আমার জন্য একটা পাব।”

আরও পড়ুন: আর্জেন্টিনার মত ‘দুর্বল’ দল পেয়েও হারানো গেল না! আক্ষেপে মরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ফরাসি

ফাইনাল ম্যাচের পরে জয় শাহ আর্জেন্টিনাকে এর আগে শুভেচ্ছা জানিয়েছিলেন টুইটারে। লিখে দেন, “কী দুর্দান্ত একটা ম্যাচ হল! দুই দলই অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে শুভেচ্ছা। এই জয় প্রাপ্যই ছিল।”

যাইহোক, লুসেইল স্টেডিয়ামে সর্বকালের অন্যতম সেরা ফুটবল ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকার শ্যুট আউটে বাজিমাত করে। নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট শেষে ফাইনালে দুই দলের স্কোর ছিল ৩-৩। এরপরেই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে চুয়ামেনি, কোমানের জোড়া টাইব্রেকারে মিস ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। আর্জেন্টিনার হয়ে ৩ গোলের মধ্যে দুটো করেন মেসি। একটি এঞ্জেল ডি মারিয়ার। ফ্রান্সের হয়ে দুটো পেনাল্টি গোল সমেত হ্যাটট্রিক করে যান এমবাপে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bcci secretary jay shah receives signed lionel messi jersey pragyan ojha shares images