রথী মহারথীরা বর্তমানে জাতীয় ক্রিকেটের একের পর এক বড় পদে আসীন। শচীন, সৌরভ, লক্ষ্মণের পরে এবার বোর্ড সচিব জয় শাহের লক্ষ্য সর্বকালের সেরা মহাতারকা শচীন তেন্ডুলকরকেও এই তালিকায় সংযোজন করার।
সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে ভারতীয় ক্রিকেটের বোর্ড সভাপতি। টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। ভিভিএস লক্ষ্মণ কিছুদিন আগেই এনসিএ-র প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে এই তালিকায় অনুপস্থিত শচীন তেন্ডুলকর।
আরও পড়ুন: কেরিয়ারের দ্বিতীয় শ্লথগতির ফিফটি কোহলির! ভারতের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত
কয়েক সপ্তাহ আগেই স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, শচীনকে কোনও না কোনও পদে শীঘ্রই আনা হবে। এখন জানা যাচ্ছে, জয় শাহ সম্ভবত শচীনকে রাজি করার দায়িত্ব নিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড সচিব জয় শাহ দ্রাবিড়, লক্ষ্মণের মত বিরাট দায়িত্ব অর্পণ করতে চলেছেন মাস্টার ব্লাস্টারকেও।
টাইমস অফ ইন্ডিয়ার প্ৰতিবেদনে বোর্ডের সূত্র জানিয়েছেন, "জয় শাহ বেশ কিছুদিন মিডিয়ায় কোনও বক্তব্য রাখেননি। তবে নিজের দায়িত্বের বিষয়ে উনি বেশ ওয়াকিবহাল। যেমন- রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার হেড কোচ পদে নিয়োগ। লক্ষ্মণের মাপের কাউকে এনসিএ-র প্রধান হিসেবে দায়িত্বে আনা। যেটুকু আমরা জানি, বর্তমানে উনি শচীনকে বুঝিয়ে শুনিয়ে অদূর ভবিষ্যতে কোনও না কোনও পদে আনতে চান।"
শচীন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছেন বেশ কয়েক বছর। তবে ভারতীয় দলের কোচিং স্টাফে কখনও দেখা যায়নি মাস্টার ব্লাস্টারকে। যদি জয় শাহ শেষমেশ রাজি করাতে পারেন শচীনকে, তাহলে বোর্ড নতুন অধ্যায় সূচনা করবে কিংবদন্তির হাত ধরে। তবে শচীনকে কোন দায়িত্বে আনতে চাইছে বোর্ড, তা এখনও স্পষ্ট নয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন