/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/jay-shah.jpg)
জয় শাহ এবং টিম ইন্ডিয়া (টুইটার)
BCCI to hire new selector for team india: বিসিসিআইয়ের তরফে হঠাৎ করেই নতুন নির্বাচকের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বর্তমানে পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে কোনও পদ ফাঁকা নেই। তা সত্বেও বোর্ডের এমন বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে কোপ পড়তে পারে পশ্চিমাঞ্চলের নির্বাচক সলিল আঙ্কোলার ওপর।
চেতন শর্মা স্টিং অপারেশন কাণ্ডে পদত্যাগের পর নির্বাচক প্রধান হিসেবে যোগ দিয়েছেন অজিত আগারকার। তবে তিনিও পশ্চিমাঞ্চলের। সাধারণত একই জোন থেকে দুই নির্বাচক নির্বাচিত হন না। চেতন শর্মার কাণ্ডের পর এই সমীকরণ ঘেঁটে গিয়েছিল। সেই লক্ষ্যেই জানা যাচ্ছে সলিল আঙ্কোলাকে সরে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: পাক ক্রিকেটারের গলায় এবার জয় শ্রী রাম, মন্দির উদ্বোধনের আগেই ঝড় তুলে দিল এক টুইট
এমনিতে বর্তমানে পূর্বাঞ্চল থেকে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার শিবসুন্দর দাস, মধ্যাঞ্চল থেকে রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ থেকে এস শরৎ রয়েছেন। এছাড়াও রয়েছেন সুব্রত দাস। সম্ভবত বোর্ডের তরফে উত্তরাঞ্চল থেকে কোনও নির্বাচককে বেছে নেওয়া হবে।
জানুয়ারির ২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বোর্ডের কাছে। আবেদনকারীদের জাতীয় দলে নূন্যতম সাত টেস্ট অথবা ৩০টি প্ৰথম শ্রেণির ম্যাচ, অথবা দশটি আন্তর্জাতিক ওয়ানডে এবং ২০টি টেস্ট খেলার যোগ্যতা রাখতে হবে। আবেদনপত্র গৃহীত হওয়ার পর সাক্ষাৎকারের মাধ্যম নির্বাচন চূড়ান্ত করা হবে।
অজিত আগারকারের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচক কমিটি কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টের দল চূড়ান্ত করেছে। নতুন নির্বাচক যোগ দেওয়ার পরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের শেষ তিন ম্যাচের দল নির্বাচন করা হবে। ইংল্যান্ড সিরিজের পর ভারতের পরবর্তী আন্তর্জাতিক এসাইনমেন্ট টি২০ ওয়ার্ল্ড কাপ। নতুন নির্বাচক মন্ডলীর হাতে দায়িত্ব থাকবে সেই মেগা ইভেন্টের দল চূড়ান্ত করার।