Advertisment

IPL-এর বাকি ম্যাচ কোথায়, ঠিক করে ফেললেন সৌরভরা, বিশ্বকাপ নিয়েও বড়সড় ঘোষণা

BCCI SGM IPL 2021 t-20 World Cup: একাধিক ইস্যু থাকলেও এদিন বোর্ড মিটিং একঘন্টার কম সময়ে শেষ হয়। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফে হাজির ছিলেন মহম্মদ আজাহারউদ্দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আমিরশাহিতেই হবে আইপিএলের বাকি ম্যাচ। শনিবার বোর্ডের বিশেষ সাধারণ সভার প জানিয়ে দিল বিসিসিআই। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই হবে টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচ। যদিও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

Advertisment

পাশাপাশি বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে টি২০ বিশ্বকাপের ব্যাক আপ ভেন্যু হিসাবে আমিরশাহিকেও রাখা হবে। তবে আইসিসির কাছে বোর্ড অনুরোধ করতে চলেছে ভারতে করোনা অতিমারীর পরিপ্রেক্ষিতে বিশ্বকাপের বাকি ম্যাচ আয়োজন করার বিষয়ে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে আরো একমাস সময় দেওয়া হয়।

আরো পড়ুন: কোহলির বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেটারই এবার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার লাকি চাৰ্ম! চিনে নিন তারকাকে

বোর্ডের এক শীর্ষ কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "ভারতে করোনার গ্রাফ ক্রমশ কমছে। এমন অবস্থায় দেশেই আমরা অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজনে আশাবাদী। আইসিসির কাছে আমাদের অনুরোধ আরো একমাস, জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত যেন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়া হয়।"

তিনি আরো বলেছেন, "আর সেপ্টেম্বর যেহেতু বর্ষাকালের সময়। তাই বোর্ড মেম্বাররা আমিরশাহিতে আইপিএল নিয়ে যেতে সম্মত হয়েছে।" বোর্ডের প্রেস রিলিজেও জানানো হয়েছে, "ভারতে বর্ষার কথা মাথায় রেখে ভিভো আইপিএলের বাকি ম্যাচ আমিরশাহিতে নিয়ে যেতে সম্মত হয়েছে বোর্ড।"

আইপিএলের বায়ো বাবলে সংক্রমণের কারণে ২৯ ম্যাচ পরেই স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট। তারপরে ঠাসা ক্রীড়াসুচির কারণে আইপিএলের উইন্ডো বের করতে কালঘাম ছুটেছিল বোর্ডের। শেষপর্যন্ত ঠিক হয় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের পরেই আইপিএল সম্পন্ন হবে। ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে ইংল্যান্ড সিরিজ। দেশে করোনা অতিমারীর গ্রাফ ক্রমশ কমছে। সেই কারণেই আবার ভারতেই টি২০ বিশ্বকাপ আয়োজনে আশাপ্রকাশ করেছে সদস্যরা। ১ জুন আইসিসির বৈঠক। সেই মিটিংয়ের আগে সরকারিভাবে আইসিসির কাছে সময় চেয়ে নেওয়ার অনুমতি চাইতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।

একাধিক ইস্যু থাকলেও এদিন বোর্ড মিটিং একঘন্টার বেশি চলেনি। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফে হাজির ছিলেন মহম্মদ আজাহারউদ্দিন। এদিন অবশ্য এজেন্ডায় না থাকায় ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সাহায্য নিয়ে আলোচনা হয়নি। পরে সংশ্লিস্ট ক্রিকেট সংস্থার সঙ্গে একপ্রস্থ আলোচনায় বসতে চলেছেন বোর্ডের মেম্বাররা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI IPL
Advertisment