Advertisment

আইপিএল ২০১৮: চেন্নাইয়ের বদলে ধোনিদের চারটি বিকল্প ভেন্যুর প্রস্তাব বোর্ডের

চেন্নাইয়ের পরিবর্তে বিসিসিআই চারটি বিকল্প শহরের প্রস্তাব দিয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। কাবেরী জলবন্টন ইস্যুতে চলমান আন্দোলনের কথা ভেবেই চিপক থেকে সব ম্যাচ তুলে নিয়েছে বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
আইপিএল ২০১৮: ধোনিদের চারটি বিকল্প ভেন্যুর প্রস্তাব বোর্ডের

আইপিএল ২০১৮: ধোনিদের চারটি বিকল্প ভেন্যুর প্রস্তাব বোর্ডের

চেন্নাইয়ের পরিবর্তে বিসিসিআই চারটি বিকল্প শহরে হোম ম্যাচগুলি খেলার প্রস্তাব দিয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। কাবেরী জলবন্টন ইস্যুতে চলমান আন্দোলনের কথা ভেবেই চিপক স্টেডিয়াম থেকে সব ম্যাচ তুলে নিয়েছে বোর্ড। সেই রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কথা ভেবেই বোর্ড চাইছে আইপিএল-এর ভেন্যু বদলাতে।

Advertisment

কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) প্রধান বিনোদ রাই পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ আমরা চেন্নাই থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়ার কথাই ভাবছি। বিসিসিআই-এর কাছে এর পরিবর্তে চারটি বিকল্প ভেন্যু প্রস্তুত। বিশাখাপত্তনম, তিরুঅনন্তপুরম, পুণে ও রাজকোটে হোম ম্যাচগুলি খেলতে পারে চেন্নাই সুপার কিং। এই মুহূর্তে ওখানকার রাজনৈতিক পরিস্থিতি ও  নিরাপত্তা ব্যবস্থার কথা আমাদের ভাবাচ্ছে। আমরা সিএসকে-কে বলেছি পুরো বিষয়টা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। আসল সিদ্ধান্তটি তাঁদেরই নিতে হবে।”

দীর্ঘ দু বছর পর ফের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ফিরেছে চেন্নাইয়ে। কিন্তু এবছর আইপিএল-এর প্রথম ম্যাচের পরেই চেন্নাইয়ের ক্রিকেট ফ্যানেদের জন্য খারাপ খবর এল। ম্যাচ গড়াপেটায় মুখ পুড়িয়ে দু বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল সিএসকে ও রাজস্থান রয়্যালস। ফলে শেষ দু বছর আইপিএল দেখেননি 'হুইসল পোড়ু' টিমের অনুরাগীরা।

IPL 2018 Chennai Super Kings
Advertisment