Advertisment

মানির বিতর্কিত মন্তব্যের পালটা এবার বিসিসিআইয়ের

মাহিম ভার্মার পাশাপাশি পিসিবি চেয়ারম্যান এহসান মানিকে একহাত নিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও। অরুণ ধুমল পিসিবি কর্তাকে তোপ দেগে বলেছেন, মানির বক্তব্য সিরিয়াসলি নেওয়ার কোনও প্রয়োজন নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
BCCI vs PCB

প্রতিবেশী দুই দেশের ক্রিকেট বোর্ডের দ্বৈরথ অব্যাহত (টুইটার)

পিসিবিকে পালটা দিল এবার বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি পাকিস্তানে ক্রিকেট ফেরানোর বার্তা দিতে গিয়ে নিশানা করেছিল ভারতকে। বিদ্রুপ করে বলে দিয়েছিলেন, পাকিস্তানের তুলনায় বর্তমানে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ এক দশক পরে পাকিস্তান সফলভাবে শ্রীলঙ্কা সিরিজ আয়োজন করার পরেই এহসান মানি বিসিসিআইকে কটূক্তি করেছিলেন। ক্রিকেটপাকিস্তান.কম.পিকে-কে দেওয়া সাক্ষাৎকারে মানির বক্তব্য ছিল, "বর্তমানে ভারতের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।"

Advertisment

গোটা বিষয়টি যে ভারতীয় বোর্ড মোটেই ভালভাবে নেয়নি, তা পরিষ্কার হয়ে গেল বুধবারেই। বিসিসিআইয়ের সহ সভাপতি মাহিম ভার্মা সাফ জানিয়ে দেন, ভারত নয়, পাকিস্তান নিয়েই যেন চিন্তা করেন মানি। সংবাদসংস্থাকে মাহিম ভার্মা বলেন, "ওদের উচিত নিজের দেশের নিরাপত্তা আগে খতিয়ে দেখা। আমরা নিজেদের দেশ সামলাতে এবং নিরাপত্তা বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল।"

আরও পড়ুন সিএএ-র বিরুদ্ধে ভাইরাল হর্ষ-র পোস্ট, সোশ্যালে মিশ্র প্রতিক্রিয়া

মাহিম ভার্মার পাশাপাশি পিসিবি চেয়ারম্যান এহসান মানিকে একহাত নিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ধুমল পিসিবি কর্তাকে তোপ দেগে বলেছেন, মানির বক্তব্য সিরিয়াসলি নেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ অধিকাংশ সময়ে নিজেই লন্ডনে থাকেন।

আরও পড়ুন সৌরভের চার দেশের টুর্নামেন্ট ফ্লপ হবে, বলছেন লতিফ

"যে ব্যক্তি সবসময়ে লন্ডনেই থাকেন, তাঁর পক্ষে ভারতের নিরাপত্তা নিয়ে মন্তব্য করা অনুচিত। এমনকি ওঁর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বলার যোগ্যতাও নেই।" চাঁচাছোলা ভাষায় অরুণ ধুমলের আরও সংযোজন, "উনি পাকিস্তানে খুব কম সময়ই থাকেন। উনি যদি পাকিস্তানে থাকতেন, তাহলে নিজেদের দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও ভাল বুঝতে পারতেন।"

ঘটনাচক্রে, পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ আয়োজন করলেও আসন্ন বাংলাদেশ সিরিজ নিয়ে যথেষ্ট বেকায়দায়। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, টি২০ ম্যাচ লাহোরে খেললেও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার প্রশ্নই নেই। সবমিলিয়ে বিসিবি পিছিয়ে আসায় আরও একবার ব্যাকফুটে পিসিবি।

pakistan BCCI
Advertisment