করোনা প্রতিরোধে সৌরভ-কোহলির নতুন দল 'মাস্ক ফোর্স'

ভিডিওয় মাস্ক ব্যবহারের উপকারিতা নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি, শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, হরভজন সিং, রাহুল দ্রাবিড়, থেকে বীরেন্দ্র শেওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়রা।

ভিডিওয় মাস্ক ব্যবহারের উপকারিতা নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি, শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, হরভজন সিং, রাহুল দ্রাবিড়, থেকে বীরেন্দ্র শেওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়রা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জনসচেতনতা বাড়াতে এবার নতুনভাবে উদ্যোগী হলো বিসিসিআই। দেশের বিভিন্ন প্রান্তেই লকডাউনকে অগ্রাহ্য করার প্রবণতা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই মাস্ক ব্যবহার না করেই বেরিয়ে পড়ছেন।

Advertisment

এমন অবস্থায় পরিপ্রেক্ষিতে এবার ভিডিও প্রকাশ করা হলো বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।

করোনা মোকাবিলায় শুরু থেকেই সামনে থেকে উদ্যোগী হয়েছে বোর্ড। বাড়ির বাইরে মাস্ক ব্যবহারের বার্তা দিতেই এবার নতুন ভিডিও।

Advertisment

শনিবার বিকালেই বিসিসিআইয়ের টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। টুইটারে লেখা হয়, "টিম ইন্ডিয়া এখন টিম মাস্ক ফোর্স।"

সেই ভিডিওয় মাস্ক ব্যবহারের উপকারিতা নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি, শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, হরভজন সিং, রাহুল দ্রাবিড়, হরমনপ্রীত সিং, বীরেন্দ্র শেওয়াগ, মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান তারকারা।

কোহলিকে সেই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, "জাতীয় দলের অংশ হওয়া গর্বের বিষয়। তবে আজ আমরা আরো বড় টিম তৈরি করতে চলেছি- টিম মাস্ক ফোর্স।"

শচীন মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে জানিয়েছেন, "কাম অন ইন্ডিয়া। মাস্ক বানিয়ে এসো মাস্ক ফোর্সের অংশ হয়ে ওঠো। ২০ সেকেন্ড ধরে হাত ধুতে ভুলো না। সামাজিক দূরত্ব বজায় রাখো।"

রোহিতের সহজ সরল বার্তা, "মাস্ক ফোর্সের অংশ হওয়া খুব সোজা। বাড়িতে বসে কেবল মাস্ক তৈরি করো। যেমনটা আমিও তৈরি করেছি।"

এর আগে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করেছিল বিসিসিআই।

MS DHONI BCCI