নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছ ভারত। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্য়াচেও ভারতের মিডল অর্ডার ব্য়র্থ হয়েছে। তার দায় বরতেছে বিরাট কোহলিদের হেডস্য়ার রবি শাস্ত্রীর ওপরেও। কিউয়িদের কাছে হারের পরেই বিরাটদের ট্রেনার শঙ্কর বাসু ও ফিজিও প্য়াট্রিক ফারহার্ট নিজেদের দায়িত্ব থেকে সরে আসেন। তাঁদের চলে যাওয়ায় যে শূন্য়স্থান তৈরি হয়েছে তা দ্রুত ভরাট করতে চায় বিসিসিআই।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দলে নতুন সদস্য় নিতে চাইছে বোর্ড। পাশাপাশি এই সফরের পরেই রবি শাস্ত্রীর সঙ্গেও বোর্ডের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্ত শাস্ত্রীর কাছে সুযোগ থাকছে পুণরায় এই চাকরিতে যোগ করার। তবে তার জন্য় তাঁকে নতুন করে আবেদন জমা দিতে হবে বোর্ডের কাছে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
আরও পড়ুন: কোহলিদের দলে ছাঁটাই দু-জন! হারের পরেই ব্যাপক রদবদল টিম ইন্ডিয়ায়
আগামী ৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর করবে।জেসন হোল্ডারদের দেশ এক মাস ব্য়াপী সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। টি-২০ দিয়ে শুরু, ওয়ান-ডে হয়ে টেস্টে শেষ। সফরে তিনটি টি-২০, তিনটি ওয়ান-ডে ও দু’টি টেস্ট রয়েছে। বিশ্বকাপের পর আরও ৪৫ দিন বোর্ড দেখতে চায় দলের সাপোর্টিং স্টাফদের। ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধররা আপাতত চাকরিতে থাকছেন। এরপর তাঁরা যদি কাজে বহাল থাকতে চান তাহলে তাঁদেরকেও নতুন করে আবেদন জানাতে হবে বোর্ডের কাছে। বিসিসিআই-এর এক আধিকারিক পিটিআইকে জানিয়েছেন,"আগামী এক দু'দিনের মধ্য়েই বোর্ডের ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে। সাপোর্ট স্টার্ফ ছাড়াও টিমের ম্য়ানেজার পদের জন্য়ও আবেদন জমা নেওয়া হবে।" এই প্রথমবার সুপিম কোর্ট নিযুক্ত লোধা কমিটির মান্য়তা মেনেই বোর্ড স্বচ্ছতা মেনেই ভারতীয় দলের কোচ নিয়োগ করতে চলেছে।
ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আসার পরেই ভারতের দীর্ঘ হোম সিরিজ শুরু হচ্ছে। ঘরের মাঠে বিরাটরা ৫টি টেস্ট, ৯টি ওয়ান-ডে ও ১২টি টি-২০ খেলবে। ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়া। ২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত হন শাস্ত্রী। অনিল কুম্বলের জুতোয় পা গলান তিনি। শাস্ত্রীর কোচিংয়ে ভারত একটিও আইসিসি-র মেজর ইভেন্ট জিততে পারেনি। কিন্তু তাঁর কোচিংয়েই বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল।