Yashasvi Jaiswal controversial dismissal: যশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউটের জেরে ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসির কাছে অনুরোধ করলেন বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজিটি সিরিজের ৪র্থ টেস্টের ৫ম দিনে যশস্বী অপরাজিত ছিলেন। তাঁকে অন্যায়ভাবে আউট দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসির হস্তক্ষেপ প্রার্থনা করেছেন শুক্লা।
মেলবোর্ন টেস্ট জিতে অস্ট্রেলিয়া আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ওই ম্যাচ ১৮৪ রানের ব্যবধানে জিতেছে অজিরা। যা আগামী বছরের গোড়ার দিকে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)-এর ফাইনালে ভারতের অংশগ্রহণের সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে। এই ব্যাপারে সংবাদ সংস্থাকে বলতে গিয়ে রাজীব শুক্লা বলেছেন, 'এই ফলাফল হতাশাজনক। আমরা আশাবাদী ছিলাম যে, বক্সিং ডে টেস্ট জিতব। আমাদের বোলাররা ভালো বল করেছে। কিন্তু, ব্যাটিং লাইনআপ ততটা ভালো করতে পারেনি। যশস্বী জয়সওয়ালের আউট বিতর্কিত সিদ্ধান্ত। আমরা এখন সিডনি ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। আইসিসির টেকনিক্যাল কমিটিকে জয়সওয়ালের আউটের বিষয়ে নজর দিতে হবে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলানো হলে, তার পিছনে যথাযোগ্য কারণ থাকা উচিত। আমরা এখন সিডনি টেস্ট নিয়ে ভাবছি। একটি বা দুটি সিরিজের ওপর ভিত্তি করে খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচার করা উচিত না। তাঁদের সামগ্রিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিচার করা উচিত।'
Yashaswi jayaswal was clearly not out. Third umpire should have taken note of what technology was suggesting. While over ruling field umpire third umpire should have solid reasons . @BCCI @ICC @ybj_19
— Rajeev Shukla (@ShuklaRajiv) December 30, 2024
আরও পড়ুন- অশ্লীল আঙুল উদযাপন করেছিলেন কেন, ট্র্যাভিস হেডকে নিয়ে মুখ খুললেন ক্যাপ্টেন কামিন্স
শুক্লা বলেন, 'থার্ড আম্পায়ারের খেয়াল রাখা উচিত ছিল, প্রযুক্তি কী পরামর্শ দিচ্ছে। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত বদলানোর জন্য থার্ড আম্পায়ারের কাছে যথাযোগ্য কারণ থাকা উচিত।' মেলবোর্ন টেস্টের ৫ম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৪০ রান। এজন্য গোটা দিনটাই ছিল টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু, অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ৮০তম ওভারে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্যাট কামিন্স 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন।