Advertisment

Indian Cricket Team: টেস্টে খেলা সকলকে মানতেই হবে এই শর্ত! নিয়ম করেও জয় শাহের বোর্ডের ছাড় তিন মহাতারকাকে

India Test team fixtures: বড়সড় শর্ত নিয়ে ঝড় তোলা নিয়ম চালু করল বিসিসিআই

author-image
IE Bangla Sports Desk
New Update
Semi Dangerous New York Pitch, Team India, India vs Ireland

Cricket-Ranking: ভারতীয় দলের খেলোয়াড়রা। (টুইটার)

Team India Test squad: ভারতীয় দলের তারকা ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। এই ব্যাপারে কড়া মনোভাবে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে, সব নিয়মেরই ব্যতিক্রম থাকে। তিন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে। ওই তিন ক্রিকেটার হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ। বাকি সকলকেই দলীপ ট্রফি খেলতে হবে বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের শীর্ষকর্তা জয় শাহ।

Advertisment

আগামী বছরই (২০২৫ সাল) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। সেই ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারত চার মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। আর, ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যেহেতু টেস্ট ক্রিকেটের ধাঁচের মিল আছে, সেই কারণে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট অর্থাৎ দলীপ ট্রফি খেলতেই হবে। এমনিতে বিভিন্ন ফরম্যাটে খেলতে গিয়ে তারকাদের নানা অসুবিধা হয়। কারণ, কোনও ফরম্যাটে দ্রুত রান তুলতে হয়। কোনও ফরম্যাটে আবার প্রথম থেকেই হাত খুলে পেটাতে হয়। কিন্তু, টেস্ট ম্যাচ হল ধৈর্যের খেলা। সেজন্য সংক্ষিপ্ত ধাঁচের ক্রিকেটের বদলে দীর্ঘসময়ের ক্রিকেটের খেলার সঙ্গে নতুন করে সড়গড় হওয়াটা জরুরি। অনেকটা আবার সহজপাঠের মত।

তবে রোহিত, বিরাট, বুমরাহরা ইতিমধ্যে নিজেদের কিংবদন্তি করে তুলেছেন। তাঁদের আর নতুন করে প্রমাণ করার কিছু নেই বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর, সেই কারণে ওই তিন খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেট খেলা থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যাতে তিন জন একটু বিশ্রাম নিতে পারেন। অতীতে বারবার দেখা গিয়েছে, এই তিন কিংবদন্তি ক্রিকেটার যাবতীয় সমালোচনাকে ধুলোয় মিশিয়ে দিয়ে প্রয়োজনের সময় খেলার মাঠে প্রদীপের মত জ্বলে উঠেছেন। তাই তাঁদেরকে আর ঘরোয়া ক্রিকেট খেলার জন্য চাপ দিতে নারাজ বিসিসিআই কর্তারা।

আরও পড়ুন- বয়স ভাড়িয়েই টিম ইন্ডিয়ায় খেলেছিলেন, সাক্ষাৎকারে আগুনে স্বীকারোক্তি প্রাক্তন তারকার

এই পরিস্থিতিতে ক্রম অনুসারে যাবতীয় সিদ্ধান্ত নিতে চান বোর্ড কর্তারা। সামনেই রয়েছে শ্রীলঙ্কা সফর। যেখানে তিনটি টি২০ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারত। আর, সেই সিরিজ থেকেই কার্যত ভারতীয় দলের গম্ভীর স্যারের পরীক্ষা শুরু হবে। সেখানে ফলাফলটা কী হয়, তা দেখার জন্য অধীর অপেক্ষায় বিসিসিআই কর্তারাও। গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল সফল হলে তাঁকে কোচ করা নিয়ে বিসিসিআই কর্তাদের অভ্যন্তরীণ খচখচানি বা অস্বস্তি কাটবে বা দূর হবে। তবে, সেটা শুরু। বোর্ডের পাখির চোখ এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর, সেখানে বাজিমাত করার লক্ষ্যেই এখন ধীর ধীরে পদক্ষেপ করতে চান বোর্ড কর্তারা।

BCCI Jay Shah Indian Cricket Team Cricket News
Advertisment