মহেন্দ্র সিং ধোনি। তর্কাতীতভাবে ভারতের সফলতম অধিনায়ক। ভারতকে একের পর এক ট্রফি জয়ের স্বাদ দিয়েছিলেন। শেষবার আইসিসি মঞ্চে ক্যাপ্টেন ধোনির হাত ধরেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ। তারপর কোহলি, রোহিত জমানা দেখেছে ভারত। তবে আইসিসি ট্রফির আর দেখা পায়নি ভারত।
পরপর দু-বছর টি২০ বিশ্বকাপে ব্যর্থ হয়ে ভারতীয় দল ব্যর্থতার নতুন অতলে নেমে গিয়েছে। আমিরশাহি বিশ্বকাপের পর কোচিং, অধিনায়কত্বে বদল আনা হয়েছিল। রবি শাস্ত্রীর জায়গায় রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির বদলে নেতৃত্বের দায়িত্বে আনা হয়েছে রোহিত শর্মাকে। তবে তাতেও ভারতের ট্রফি-ভাগ্য সুপ্রসন্ন হয়নি।
আরও পড়ুন: IPL-এ অবসর ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্সে খেলা মহাতারকার! চিরতরে অতীত হয়ে গেলেন ক্রোড়পতি লিগে
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে চরম লজ্জাজনক ভাবে হেরে বসেছে টিম ইন্ডিয়া। তারপরেই হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে 'ব্রিং ব্যাক ধোনি' শব্দবন্ধনী। একাধিক জাতীয় স্তরের প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ধোনিকে কোচিং স্টাফে যুক্ত করার পরিকল্পনা করছে বোর্ড।
ভারতের হারের জন্য দায়ী করা হচ্ছে চূড়ান্ত রক্ষণাত্মক খেলার কৌশলকে। ধোনি জমানার বিখ্যাত নির্ভীক আগ্রাসী ক্রিকেটই ফিরিয়ে আনতে চায় টিম ম্যানেজমেন্ট। সীমিত ওভারের ক্রিকেটে ধোনির অভিজ্ঞতা বিশাল। ২০০৭-এ টি২০ ওয়ার্ল্ড কাপ জয়, ২০১১-য় একদিনের বিশ্বকাপ জয় থেকে ২০১৩-য় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া- ধোনির ক্যাবিনেটে সমস্ত আইসিসি ট্রফি রয়েছে। সেই কারণে ধোনির কাছে বোর্ডের নাকি বার্তা গিয়ে পৌঁছেছে দলের সঙ্গে যুক্ত হওয়ার। বোর্ডের সঙ্গে নাকি কথাবার্তা চালানো হচ্ছে মহাতারকার সঙ্গে।
আরও পড়ুন: ১০.৭৫ কোটির তারকা অলরাউন্ডার KKR-এ! দেশের সেরা তারকাকে নিয়ে বাজার মাতাল নাইটরা
সামনের বছরেই ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। তারপরের বছর টি২০ ক্রিকেটের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ-মার্কিন যুক্তরাষ্ট্রে। জোড়া বিশ্বকাপের জন্য এখন থেকেই ব্লু প্রিন্ট তৈরি করে রাখতে চাইছে বিসিসিআই। সেই কারণে তড়িঘড়ি ধোনির সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।
ইতিমধ্যেই অনিল কুম্বলের মত কিংবদন্তি তিন ফরম্যাটে আলাদা আলাদা দল গড়ার ডাক দিয়েছেন। হরভজন সিং আবার একধাপ এগিয়ে আশিস নেহরাকে কোচ করে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সওয়াল করেছেন। এমনকি বোর্ডের অনেকেই নাকি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাপোর্ট স্টাফ হিসাবে এবি ডিভিলিয়ার্সের নাম-ও প্রস্তাব করেছেন। এখনও সরকারি স্তরে কোনওকিছুই স্বীকার করে নেওয়া হয়নি। আগামীতে সত্যি সত্যি ধোনি জাতীয় দলের সঙ্গে যুক্ত হন কিনা, সেটা আপাতত দেখার।