Advertisment

Belgium vs Japan Score FIFA World Cup 2018: টানটান লড়াইয়ে জিতে কোয়ার্টারে বেলজিয়াম

Belgium vs Japan Score FIFA World Cup 2018: রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম।

author-image
IE Bangla Web Desk
New Update
FIFA World Cup 2018, ফিফা বিশ্বকাপ ২০১৮

Belgium vs Japan Score FIFA World Cup 2018: জাপানকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। ছবি- ফেসবুক।

Belgium vs Japan Score FIFA World Cup 2018: বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস লেখার জন্য় দুরন্ত ফর্মে ছিলেন আকিরা নিশিনোর ছেলেরা। কিন্তু শেষরক্ষা হল না, ডার্ক হর্সদের দাপটে রাশিয়া বিশ্বকাপেও ইতিহাস লেখা হল না জাপানিদের। ৩-২ গোলে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া থেকে বিদায় নিতে হল জাপানকে। অন্য়দিকে টানটান লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে উঠলেন লুকাকুরা। আগামী ৬ তারিখ কোয়ার্টার ফাইনালে  ব্রাজিলের মুখোমুখি হবেন রবার্তো মার্টিনেজের ছেলেরা।

Advertisment

এদিন ম্য়াচের শুরুতে প্রথমার্ধ গোলশূন্য় ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। ৪৮ মিনিটের মাথায় হারাগুচির গোলে বেলজিয়ামকে ১-০ গোলে পিছনে ফেলে চমকে দেয় জাপান। এর ঠিক ৪ মিনিটের মাথায় ইনুইয়ের গোলে বাড়তি অক্সিজেন পেয়ে যায় জাপানিরা। তবে জোড়া গোলে পিছিয়ে থেকে দমে যাননি ডার্ক হর্সরা। আক্রমণাত্মক চেহারায় কামব্য়াক করে ৬৯ মিনিটের মাথায় ভার্টনগেনের পা দিয়ে গোল শোধ করে বেলজিয়াম। এরপর ৭৪ মিনিটের মাথায় দলের হয়ে  গোল শোধ করেন ফেলেইনি। খেলার ফল যখন ২-২, তখন রূদ্ধশ্বাস লড়াই শুরু হয় মাঠে। বেলজিয়ামের জোড়া গোল পরিশোধের পরই যেন হতাশ হয়ে গিয়েছিলেন জাপানি ফুটবলাররা। খেলা অতিরিক্ত সময়ে গড়াবে গড়াবে করছে, তেমন সময়েই শেষপাতে শাডলির গোলে জয় ছিনিয়ে নেয় বেলজিয়াম।

Belgium vs Japan Score FIFA World Cup 2018:Read in English

1.25 AM: ৩-২ গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম।

1.22 AM: শেষ আক্রমণে বাজিমাত ডার্ক হর্সদের। ৩-২ গোলে এগিয়ে বেলজিয়াম।

1.02 AM: আবার গোল!  ৭৪ মিনিটের মাথায় গোল ফেলেইনির। রূদ্ধশ্বাস উত্তেজনায় বেলজিয়াম-জাপান ম্য়াচ। খেলার ফল ২-২

12.58 AM: গোল! ৬৯ মিনিটের মাথায় ভার্টনগেনের হাত ধরে গোল পরিশোধ করল বেলজিয়াম, খেলার ফল , বেলজিয়াম ১, জাপান ২

12.52 AM: জোড়া গোলের পর উল্লাস জাপানি ফুটবলারদের।

12.49 AM: দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণাত্মক জাপান।

12.39 AM: অবিশ্বাস্য়! আবারও গোল! ৪ মিনিটের মধ্য়ে ২টি গোল। ২-০ গোলে এগিয়ে জাপান। ৫২ মিনিটের মাথায় গোল করেন ইনুই।

12.35 AM: গোল! ডার্ক হর্সদের চাপে রেখে ১-০ গোলে এগিয়ে রইল জাপান। ৪৮ মিনিটের মাথায় গোল হারাগুচির।

12.30 AM: ম্য়াচের কিছু টুকরো মুহূর্ত

12.16 AM: প্রথমার্ধের খেলা শেষ, এখনও গোলশূন্য় ম্য়াচ। বেলজিয়ামকে ঠেকাতে যেন বুক চিতিয়ে খেলছে জাপান।

12.09 AM: ৩৮ মিনিট পার, এখনও গোলের খাতা খুলতে পারল না কেউই।

12.04 AM: স্টেডিয়ামে আসার মুহূর্ত

11:48 PM: এখনও গোলশূন্য় জাপান-বেলজিয়াম ম্য়াচ।

11:30 PM: খেলা শুরু...শেষ আটে ওঠার লড়াই শুরু বেলজিয়াম ও জাপানের।

11:23 PM: কিছুক্ষণ পরেই ম্য়াচ শুরু, পরিবেশিত হচ্ছে জাতীয় সংগীত।

জাপানকে খাটো করে দেখার কোনও মানে হয় না বলে ম্য়াচের আগেই মন্তব্য় করেছেন বেলজিয়ামের ম্য়াচ রবার্তো মার্টিনেজ। এমনকি, তাঁদের ফেভারিট ভাবারও কোনও দরকার নেই বলেও মন্তব্য় করেছেন লুকাকুদের কোচ।

2018 FIFA World Cup
Advertisment