Belgium vs Japan Score FIFA World Cup 2018: বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস লেখার জন্য় দুরন্ত ফর্মে ছিলেন আকিরা নিশিনোর ছেলেরা। কিন্তু শেষরক্ষা হল না, ডার্ক হর্সদের দাপটে রাশিয়া বিশ্বকাপেও ইতিহাস লেখা হল না জাপানিদের। ৩-২ গোলে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া থেকে বিদায় নিতে হল জাপানকে। অন্য়দিকে টানটান লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে উঠলেন লুকাকুরা। আগামী ৬ তারিখ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবেন রবার্তো মার্টিনেজের ছেলেরা।
এদিন ম্য়াচের শুরুতে প্রথমার্ধ গোলশূন্য় ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। ৪৮ মিনিটের মাথায় হারাগুচির গোলে বেলজিয়ামকে ১-০ গোলে পিছনে ফেলে চমকে দেয় জাপান। এর ঠিক ৪ মিনিটের মাথায় ইনুইয়ের গোলে বাড়তি অক্সিজেন পেয়ে যায় জাপানিরা। তবে জোড়া গোলে পিছিয়ে থেকে দমে যাননি ডার্ক হর্সরা। আক্রমণাত্মক চেহারায় কামব্য়াক করে ৬৯ মিনিটের মাথায় ভার্টনগেনের পা দিয়ে গোল শোধ করে বেলজিয়াম। এরপর ৭৪ মিনিটের মাথায় দলের হয়ে গোল শোধ করেন ফেলেইনি। খেলার ফল যখন ২-২, তখন রূদ্ধশ্বাস লড়াই শুরু হয় মাঠে। বেলজিয়ামের জোড়া গোল পরিশোধের পরই যেন হতাশ হয়ে গিয়েছিলেন জাপানি ফুটবলাররা। খেলা অতিরিক্ত সময়ে গড়াবে গড়াবে করছে, তেমন সময়েই শেষপাতে শাডলির গোলে জয় ছিনিয়ে নেয় বেলজিয়াম।
Belgium vs Japan Score FIFA World Cup 2018:Read in English
1.25 AM: ৩-২ গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম।
That second half. Incredible.
It is #BEL who will face #BRA in the quarter-finals! #BELJPN pic.twitter.com/CCnvXROiKu
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
1.22 AM: শেষ আক্রমণে বাজিমাত ডার্ক হর্সদের। ৩-২ গোলে এগিয়ে বেলজিয়াম।
GOAAAAAAAAAAAAAAAL!!!!!!@NChadli! #BEL HAVE DONE IT!
0-2 BECOMES 3-2! #BELJPN pic.twitter.com/RHLQIyGypB
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
1.02 AM: আবার গোল! ৭৪ মিনিটের মাথায় গোল ফেলেইনির। রূদ্ধশ্বাস উত্তেজনায় বেলজিয়াম-জাপান ম্য়াচ। খেলার ফল ২-২
#BEL GOAL! 2-2!
Another header, this time from @Fellaini!
FOOTBALL. #BELJPN pic.twitter.com/NKTKE3fUdB
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.58 AM: গোল! ৬৯ মিনিটের মাথায় ভার্টনগেনের হাত ধরে গোল পরিশোধ করল বেলজিয়াম, খেলার ফল , বেলজিয়াম ১, জাপান ২
GAME ON!
One of the most unusual headers you will EVER see from @JanVertonghen brings #BEL right back into it! #BELJPN 1-2 pic.twitter.com/GC16inHZru
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.52 AM: জোড়া গোলের পর উল্লাস জাপানি ফুটবলারদের।
It's 4:18 in Tokyo.
If you are a #JPN fan who has stayed up late or woken up early for this - you are not dreaming! #JPNBEL 0-2 pic.twitter.com/zKJvXMRyy7
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.49 AM: দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণাত্মক জাপান।
What a start to the second half from Japan! #BELJPN 0-2 pic.twitter.com/E3HsXFIfpE
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.39 AM: অবিশ্বাস্য়! আবারও গোল! ৪ মিনিটের মধ্য়ে ২টি গোল। ২-০ গোলে এগিয়ে জাপান। ৫২ মিনিটের মাথায় গোল করেন ইনুই।
Extraordinary performance so far from #JPN
This #WorldCup is just incredible. #BELJPN 0-2 pic.twitter.com/S9hRTY7Uqa
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.35 AM: গোল! ডার্ক হর্সদের চাপে রেখে ১-০ গোলে এগিয়ে রইল জাপান। ৪৮ মিনিটের মাথায় গোল হারাগুচির।
#JPN GOAL!@Haragen24 slots it past Courtois and it is JAPAN that lead in Rostov-On-Don! #BELJPN 0-1 pic.twitter.com/kZJKYfjwAq
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.30 AM: ম্য়াচের কিছু টুকরো মুহূর্ত
12.16 AM: প্রথমার্ধের খেলা শেষ, এখনও গোলশূন্য় ম্য়াচ। বেলজিয়ামকে ঠেকাতে যেন বুক চিতিয়ে খেলছে জাপান।
For the second time today, it is goalless at the interval...#BELJPN pic.twitter.com/9hZTmMVcdK
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.09 AM: ৩৮ মিনিট পার, এখনও গোলের খাতা খুলতে পারল না কেউই।
Not too much to report, so far...#BELJPN // #WorldCup pic.twitter.com/AvKCkc6IXq
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
12.04 AM: স্টেডিয়ামে আসার মুহূর্ত
Welcome to Rostov-on-Don, #BEL and #JPN!
Want to watch #BELJPN live tonight? TV listings ???? https://t.co/xliHcxWvEO#WorldCup
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
11:48 PM: এখনও গোলশূন্য় জাপান-বেলজিয়াম ম্য়াচ।
11:30 PM: খেলা শুরু...শেষ আটে ওঠার লড়াই শুরু বেলজিয়াম ও জাপানের।
And here are how #BEL and #JPN are shaping up for #BELJPN...
Thoughts on the teams? #WorldCup pic.twitter.com/N2JNZkPL0v
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
11:23 PM: কিছুক্ষণ পরেই ম্য়াচ শুরু, পরিবেশিত হচ্ছে জাতীয় সংগীত।
We're almost ready to go!
What you need for #BEL vs #JPN ????
TV listings ???? https://t.co/xliHcxWvEO
Live Blog ???? https://t.co/bv3TwXlQPs #BEL ???? @FIFAWorldCupBEL#JPN ???? @FIFAWorldCupJPN
#⃣ #BELJPN— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 2, 2018
জাপানকে খাটো করে দেখার কোনও মানে হয় না বলে ম্য়াচের আগেই মন্তব্য় করেছেন বেলজিয়ামের ম্য়াচ রবার্তো মার্টিনেজ। এমনকি, তাঁদের ফেভারিট ভাবারও কোনও দরকার নেই বলেও মন্তব্য় করেছেন লুকাকুদের কোচ।