/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/11-34-58-ben-stokes.jpg)
বেন স্টোকস
টেস্ট ক্রিকেটে একইসঙ্গে ৪০০০ রান এবং ১৫০ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় দ্রুততম হিসাবে নাম লেখালেন বেন স্টোকস। জো রুটের পরিবর্তে সাউদাম্পটনে অধিনায়কত্ব করছেন তারকা অলরাউন্ডার। চলতি টেস্টের তৃতীয় দিনের এমন মারকাটারি নজির গড়ে ফেললেন তিনি। আলঝারি জোসেফকে আউট করার সঙ্গেই ঐতিহাসিক কৃতিত্বের মালিক হয়ে যান স্টোকস। শুক্রবার কিউয়ি জাত এই অলরাউন্ডার প্রথম ইনিংসে ৪৩ রানের ব্যবধানে ৪ উইকেট দখল করেন। সেই সঙ্গেই ইয়ান বোথামদের ৪০০০ রান এবং ১৫০ উইকেট নেওয়ার ক্লাবে নাম লিখিয়ে ফেলেন।
Ben Stokes clean bowls Alzarri Joseph he now has 150 Test wickets! ???? #ENGvWI SCORECARD ▶️ https://t.co/J9IrapSl4xpic.twitter.com/8BgMEySYOp
— ICC (@ICC) July 10, 2020
আইসিসি তারপরেই স্টোকসকে সম্মান জানায় ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্স, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জ্যাক কালিস, ভারতের কপিল দেব, নিউজিল্যান্ড ক্যাপ্টেন ড্যানিয়েল ভেট্টোরিদের মত তারকাদের সঙ্গে একই সঙ্গে স্টোকসকে বসিয়ে। সবথেকে দ্রুততম হিসাবে নজির গড়েন সোবার্স। মাত্র ৬৩ টেস্ট খেলে এই মাইলস্টোনে পৌঁছে যান তিনি। অন্যদিকে, স্টোকস নিয়েছেন ৬৪টি টেস্ট। এর আগে স্টোকস ওপেনার ক্রেগ ব্রেথওয়েটকে আউট করেছিলেন। তৃতীয় সেশনে আরো তিনটে উইকেট দখল করেন তিনি। জোসেফকে আউট করার সঙ্গেই এই রেকর্ড গড়া নিশ্চিত করে ফেলেন তিনি। পরে ১৫১ তম শিকার হিসাবে স্টোকস আউট করেন শ্যেন ডোরিচকে। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৩১৮ রানে। প্রথম ইনিংসে ১১০ রানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।