Advertisment

সিগারেট পান করেই বিশ্বকাপ জেতান ইংল্যান্ডকে, স্টোকসের কীর্তি এবার প্রকাশ্যে

রান তাড়া করতে নেমে প্রথমে ব্যাট হাতে অপরাজিত ৮৪ করে যান। ইনিংস টাই করে আসার পরে সুপার ওভারে আরো আট রান করে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ধূমপান করে বাজিমাত বিশ্বকাপ ফাইনালে। এমন ঘটনাই এবার প্রকাশ্যে জানা গেল। রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে তুল্যমুল্য লড়াইয়ে হারিয়ে বাজিমাত করেছিল ইংল্যান্ড। আর ব্যাটে বলে ইংরেজদের হয়ে নায়ক হয়ে উঠেছিলেন বেন স্টোকস। সেই স্টোকসের দুরন্ত পারফরমেন্স এর নেপথ্যে নাকি সিগারেট পান। এমনটাই জানা গেল অবশেষে।

Advertisment

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের এক বছর পূর্ণ হল এদিনই। সেই উপলক্ষ্যেই একটি বই প্রকাশ করা হয়েছে। নিক হল্ট এবং স্টিভ জেমসের সেই বইয়ের নাম 'মর্গ্যানস মেন: দ্য ইনসাইড স্টোরি অফ ইংল্যান্ডস রাইজ ফ্রম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হিউমিলিয়েশন টু গ্লোরি' এ বিশ্বকাপ জয়ের ছোট ছোট ঘটনা তুলে ধরা হয়েছে। সেই বইয়ের কিছু অংশ আবার প্রকাশ পেয়েছে নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইটে।

সেখানেই জানা গিয়েছে স্টোকসের কাণ্ড। "সুপার ওভারের আগে ২৭ হাজার ক্রিকেট সমর্থকে ঠাসা দর্শকের মধ্যে শান্ত নিরিবিলি জায়গা খুঁজে পাওয়াই ছিল মুশকিল। কারণ প্রত্যেক ক্রিকেটারকেই ক্যামেরার লেন্স ফলো করছিল লং রুম থেকে ড্রেসিংরুম- সবজায়গায়।"

তবে বেন স্টোকস এর মধ্যেই জায়গা পেয়ে গিয়েছিল। এরকমটাই জানিয়ে সেই বইয়ে লেখা হয়েছে, "বেন স্টোকস লর্ডসকে হাতের তালুর মত চেনে। ইওন মর্গ্যান যখন ড্রেসিংরুমে সবাইকে শান্ত করে ট্যাকটিক্স তৈরির চেষ্টা করছেন, সেই সময়েই স্টোকস সবার নজর এড়িয়ে বেরিয়ে পড়েন।"

কী করলেন স্টোকস সেটাই জানানো হয়েছে এরপরে "ও নোংরা, ঘামে জবজবে অবস্থায় ছিল। ভয়ঙ্কর চাপের মুখে স্টোকস ২ ঘন্টা ২৭ মিনিট ব্যাট করে উঠেছে সবে। আর কীই বা করার রয়েছে। ইংল্যান্ডের ড্রেসিংরুমের পিছন দিয়ে এটেন্ডেন্স এর ছোট অফিস পেরিয়ে শাওয়ারের তলায় চলে যায়। তারপর একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষন নিজের মধ্যে সময় কাটায়।"

তারপর পুরোটাই ইতিহাস। রান তাড়া করতে নেমে প্রথমে ব্যাট হাতে অপরাজিত ৮৪ করে যান। ইনিংস টাই করে আসার পরে সুপার ওভারে আরো আট রান করে যান। স্টোকসের ব্যাটে চ্যাম্পিয়ন হওয়ার পর ম্যাচের সেরা বাছার আর কোনো অবকাশ ছিল না।

Ben Stokes Cricket World Cup
Advertisment