Advertisment

১১ হাজার ডেলিভারির পর বিরল রেকর্ড স্টোকসের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরল রেকর্ড করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। শেষ দু'বছরে প্রথম কোনও ব্রিটিশ বোলার হিসেবে তিনি লাইন নো-বল করলেন (ওভারস্টেপিং)। পরিসংখ্যান বলছে ১১ হাজার ডেলিভারির পর এর এল নো-বল।

author-image
IE Bangla Web Desk
New Update
Ben Stokes first England bowler to deliver line no-ball in ODIs in two years

১১ হাজার ডেলিভারির পর বিরল রেকর্ড স্টোকসের (ছবি-টুইটার/ইংল্যান্ড ক্রিকেট)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরল রেকর্ড করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। শেষ দু'বছরে প্রথম কোনও ব্রিটিশ বোলার হিসেবে তিনি লাইন নো-বল করলেন (ওভারস্টেপিং)। পরিসংখ্যান বলছে ১১ হাজার ডেলিভারির পর এর এল নো-বল। শনিবার বার্বাডোডের কেনসিংটন ওভাল সাক্ষী থাকল এই ঘটনার।

Advertisment

এদিন পাঁচ ম্যাচের চলতি ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের ইনিংসের ৪৮ নম্বর ওভারে শিমরন হেটমায়ারকে বল করছিলেন স্টোকস। এই নো-বলে হেটমায়ার একটি সিঙ্গল নেন। স্ট্রাইকে আসেন অ্যাশলে নার্স। ফ্রি-হিট পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। স্টোকসের স্ট্রেইট ডেলিভারি মিডউইকেটে খেলে একটি রানই পান তিনি। এই ওভারে আরও একটি নো-বল করেছিলেন স্টোকস। উচ্চতার কারণে সেটি নো হয়ে যায়। সেবারও নার্স আর হেটমায়ার ফ্রি-হিটের সদ্ব্যবহার করতে পারেননি। ইংল্যান্ড নো বলের তিনটি এক্সট্রা রান দিয়েছে ও ১৩টি ওয়াইড বল করেছে তারা।

আরও পড়ুন: সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড গেইলের, প্রথমে পাঁচে বাকি কারা?

গত বৃহস্পতিবার এই মাঠেই উইন্ডিজকে ছ'উইকেটে হারতে হয়েছিল। গেইলের দুরন্ত সেঞ্চুরিতেও শেষরক্ষা হয়নি তাদের। কিন্তু এদিন হেটমায়ারের দুরন্ত সেঞ্চুরিতে ২৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে ক্যারিবিয়ানরা। সিরিজের ফল এখন ১-১।

cricket West Indies Ben Stokes England
Advertisment