Advertisment

জীবনের সেরা র‌্যাঙ্কিং স্টোকসের, প্রথম দশে এলেন বুমরা

মঙ্গলবার টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। ইংল্য়ান্ডের অলরাউন্ডার বেন স্টোকস এবং ভারতের পেসার জসপ্রীত বুমরা দেখলেন দুরন্ত উত্তরণ। কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে এলেন স্টোকসি। বুমরা এখন বোলারদের তালিকায় প্রথম দশে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jasprit Bumrah breaks into top 10; Ben Stokes, Ajinkya Rahane gain big as ICC releases latest Test Rankings

জীবনের সেরা র‌্যাঙ্কিং স্টোকসের, প্রথম দশে এলেন বুমরা

মঙ্গলবার টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। ইংল্য়ান্ডের অলরাউন্ডার বেন স্টোকস এবং ভারতের পেসার জসপ্রীত বুমরা দেখলেন দুরন্ত উত্তরণ। কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে এলেন স্টোকসি। বুমরা এখন বোলারদের তালিকায় প্রথম দশে। স্টোকস এখন বিশ্বের দু'নম্বর টেস্ট অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ক্য়াপ্টেন জেসন হোল্ডারের পরেই তিনি।

Advertisment

আরও পড়ুন: মহাকাব্য়িক ইনিংসের পর স্টোকসের চমকে দেওয়া টুইট, লিচকে বললেন কিংবদন্তি

বাইশ গজ মেতে রয়েছে চলতি অ্যাশেজ সিরিজে। বলা ভাল বেন স্টোকসে। গত রবিবার লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড দেখেছে বেন স্টোকসের মহাকাব্য়িক ইনিংস। ব্রিটিশ অলরাউন্ডারের অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করে ইংল্য়ান্ড এক উইকেটে জিতে নিয়েছে টেস্ট। অনেকেই মনে করছেন যে, ইতিহাসের অন্য়তম সেরা ইনিংসটাই খেলেছেন স্টোকস। এই ম্য়াচে চার উইকেটও নিয়েছেন তিনি। যার সৌজন্য়েই কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং দেখলেন স্টোকস।

আরও পড়ুন: পাঁচ উইকেটের সৌজন্য়ে অনন্য় রেকর্ডে নাম লেখালেন বুমরা

অন্য়দিকে ভারতের বুমরা কামাল করেছেন অ্যান্টিগায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র সাত রানের বিনিময় পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এই পারফরম্য়ান্সেরই পুরস্কার পেয়েছেন তিনি। ওয়ান-ডে ফর্ম্য়াটের এক নম্বর বোলার এখন টেস্টে সাত নম্বরে। বুমরার পাশাপাশি উত্তরণ হয়েছে নিউজিল্য়ান্ডের ট্রেন্ট বোল্টের পাঁচে রয়েছেন তিনি।

ব্য়াটসম্য়ানদের তালিকায় এক নম্বরেই রয়েছেন বিরাট কোহলি। যথাক্রমে দুয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও তিনে নিউজিল্য়ান্ডের কেন উইলিয়ামসন। কিন্তু অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৮১ ও ১০২ রান করার সুবাদে অজিঙ্ক রাহানে ১০ ধাপ এগিয়ে ১১ নম্বরে এসেছেন।

ICC Ranking ICC Ben Stokes
Advertisment