Advertisment

IPL 2018: উথাপ্পাকে ফেরাতে কী ক্যাচটাই না নিলেন স্টোকস! ভিডিও দেখুন

জয়পুরে রবিন উথাপ্পাকে ফেরাতে কী ক্যাচটাই না নিলেন বেন স্টোকস! কেউ বলছেন রুদ্ধশ্বাস, কারোর মতে এটাই এখনও পর্যন্ত আইপিএল-এর ‘ক্যাচ অফ দ্য সিজন’। 

author-image
IE Bangla Web Desk
New Update
Ben Stokes Takes Catch Of The Season To Dismiss Robin Uthappa

উথাপ্পাকে ফেরাতে কী ক্যাচটাই না নিলেন স্টোকস!

জয়পুরে রবিন উথাপ্পাকে ফেরাতে কী ক্যাচটাই না নিলেন বেন স্টোকস! কেউ বলছেন রুদ্ধশ্বাস, কারোর মতে এটাই এখনও পর্যন্ত আইপিএল-এর ‘ক্যাচ অফ দ্য সিজন’।

Advertisment

বুধবার রাজস্থানের ১৬০ রান তাড়া করতে নেমে মাত্র এক রানেই দলের ওপেনার ক্রিস লিন (০) ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে আসেন দলের নির্ভরযোগ্য ব্য়াটসম্যান রবিন উথাপ্পা। দুর্দান্ত খেলছিলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল কেকেআর। কিন্তু ম্যাচের ১৩ নম্বরে ওভারে, স্কোরবোর্ডে তখন ১০২ রানে তিন উইকেট। কৃষ্ণাপ্পা গোথামের বল লং-অনের উপর দিয়ে তুলে দেন উথাপ্পা। বাউন্ডারি লাইনে তখন ব্রিটিশ অলরাউন্ডার স্টোকস। ক্যাচটা তালুবন্দি করার পরেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। বুঝেই যান যে তাঁর পা  ছুঁয়ে ফেলতে পারে বাউন্ডারি রোপ। পুরো অঙ্কটা কয়েক সেকেন্ডের মধ্যে মাথায় কষে নেন স্টোকস। এরপরেই ক্যাচটাকে তিনি দুটি ভাগে নিলেন। প্রথমে নেওয়ার পর বলটিকে উপরে তুলে দিলেন। এরপর ফের ফিরে এসে ওই বলটি ধরেন। হাততালিতে ফেটে পড়ে জয়পুর।

উথাপ্পাকে হারানোর পর কেকেআর-এর ফ্যানেদের বুকটা একটু হলেও কেঁপে উঠেছিল ঠিকই। কিন্ত এরপর নীতীশ রানা (২৭ বলে ৩৫) ও দীনেশ কার্তিক ক্রিজে অপরাজিত থেকে (২৩ বলে ৪২) কলকাতার জয়ের ভাগ্য গড়ে দেন। এক ওভার এক বল বাকি থাকতেই কেকেআর সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।এই জয়ের সুবাদেই এখন লিগ তালিকায় শীর্ষে নাইটরা।

IPL 2018 Robin Uthappa Ben Stokes
Advertisment