Advertisment

প্রয়োজন অর্থ, তাই হাফ ম্যারাথনে ছুটবেন স্টোকস

বিশ্বের বিভিন্ন প্রান্তেই এই দুঃসময়ে এগিয়ে এসেছেন ক্রিকেটাররা। কোহলি- ডিভিলিয়ার্স আইপিএলে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ব্যক্তিগত কিটস নিলামে তুলছেন অর্থসংগ্রহের জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকস করোনা মোকাবিলায় বেনজির উদ্যোগ নিচ্ছেন। মঙ্গলবার হাফ ম্যারাথনে অংশ নিয়ে অর্থ সংগ্রহ করবেন। সেই অর্থ করোনা ত্রাণে এবং হাসপাতালে দান করবেন তিনি।

Advertisment

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন স্টোকস। সেখানেই তিনি জানিয়েছেন, তিন জন মানুষের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কাহিনী। তিন জন মানুষ নিজেদের 'ক্রিকেট গার্ডেন ম্যারাথন টিম' বলে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস ও শাইন ফাউন্ডেশনের ত্রাণের জন্য তাঁরা নিজেদের বাড়ির চত্বরেই ফুল ম্যারাথনে অংশ নিয়েছিল।

স্টোকস জানিয়েছেন, "সবসময়েই হাফ ম্যারাথনে অংশ নেওয়ার কথা ভেবে এসেছি। তবে কখনই সেই সুযোগ পাইনি। আমরা সবাই লকডাউনে রয়েছি। তাই ভাবলাম এই সুযোগের সদ্ব্যবহার করা যাক। যদি অর্থসংগ্রহের জন্য এই ম্যারাথনে অংশ নিই তাহলে তো ভালোই।"

স্টোকসের সেই ম্যারাথনের ভিডিও শেয়ার করা হবে 'ক্রিকেট গার্ডেন ম্যারাথন টিম' এর ফেসবুক পেজে। সমর্থকদের সেই পেজেই অর্থ দান করার আর্জি রেখেছেন তারকা অলরাউন্ডার।

View this post on Instagram

???????????? link in my story SWIPE UP

A post shared by Ben Stokes (@stokesy) on

তিনি সর্বোচ্চ ৮ কিমি পর্যন্ত দৌড়েচ্ছেন, এমনটা জানিয়ে ইংরেজ তারকা বলেছেন, "ওরা যে ফান্ড জোগাড় করেছে তাতে আমি আরো যোগ করতে চাই। অন্যদের এই ফান্ডে অর্থ সাহায্যের জন্য আশা করি উদ্বুদ্ধ করতে পারবো।"

স্টোকস বলেছেন, 'চান্স টু শাইন ফাউন্ডেশন' তাঁর হৃদয়েই রয়েছে। কারণ এই সংস্থার পক্ষ থেকে দুঃস্থ শিশুদের ক্রিকেট খেলার জন্য যাবতীয় বন্দোবস্ত করে দেওয়া হয়। সুপারস্টার ক্রিকেটার ভিডিওতে জানান, "ওরা ন্যাশনাল হেলথ সার্ভিসেস তো বটেই চান্স টু সাইন ফাউন্ডেশনের ওরা সাহায্য করছে। যেটা ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত।"

শুধু স্টোকসই নন। বিশ্বের বিভিন্ন প্রান্তেই এই দুঃসময়ে এগিয়ে এসেছেন ক্রিকেটাররা। বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স আইপিএলে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে খেলা ম্যাচে ব্যক্তিগত কিটস নিলামে তুলছেন অর্থসংগ্রহের জন্য। ইংল্যান্ডের উইকেটকিপার জোস বাটলার বিশ্বকাপজয়ের শার্ট নিলামে তুলে ৬৫ হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করেছেন।

Ben Stokes
Advertisment