৩ বছর পর সিংহাসনচ্যুত বিরাট কোহলি। উইজডেনের বিচারে ২০১৯ এর বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস। ২০০৫ সালে এন্ড্রু ফ্লিনটফের পর কোনো ইংরেজ উইজডেনের বর্ষসেরা হতে পারেননি। ১৪ বছর পর সেই কীর্তি গড়লেন স্টোকস।
গত বছর অতিমানবিক ফর্মে ছিলেন বেন স্টোকস। কার্যত একার হাতে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন ইংল্যান্ডকে। ১৪ জুলাই ফাইনালে তিনিই ছিলেন হিরো।
গত বছরের শেষের দিকে আরো একবার ঐতিহাসিক কীর্তি গড়েছিলেন কিউয়িজাত এই ইংলিশ তারকা। আসেজের তৃতীয় টেস্টে হেডিংলেতে দুরন্ত খেলে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন।
এরপরেই স্টোকসকে বিবিসির তরফ থেকে বর্ষসেরা সম্মান দেওয়া হয়। বিশ্বকাপ নায়ক হওয়ার সুবাদে ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে সাম্মানিক সার উপাধিও প্রদান করা হয়।
উইজডেনের এডিটর লরেন্স বুথ বলেন, "স্টোকসকে ছাড়া এই আলমানাক হয়তো ইংরেজদের কাছে দুর্ভাগ্যের হয়েই থাকতো। বৃষ্টি হোক বা সূর্য উঠুক স্টোকস সব মরশুমের ক্রিকেটার।"
স্টোকসের আগে বিরাট কোহলি টানা তিন বছর উইজডেনের বর্ষসেরা হয়েছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলসে পেরি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান পেয়েছেন। সেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও রয়েছেন তিনি। বাকি ক্রিকেটাররা হলেন জোফ্রে আর্চার, প্যাট কামিন্স, মারনাশ লাবুশনে এবং এসেক্সের অফস্পিনার সাইমন হারমার।
মহিলাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিজেদের খেতাব ধরে রেখেছে এলসে পেরির ফর্মে ভর করে। অজিদের জার্সিতে সর্বোচ্চ রান ও উইকেট দুইই তার দখলে।