Advertisment

Bengal Cricketer dies: সিঁড়ি থেকে পড়ে গিয়ে থেঁতলে গেল মাথা! তারকা ক্রিকেটারকে হারিয়ে হাহাকার বাংলার ক্রিকেটে

Bengal Cricketer Asif Hossain Dies: সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গভীর ক্ষত তৈরি হয় আসিফের। প্রচুর রক্তক্ষরণ হয়। তাতেই মৃত্যু হয় তাঁর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Eden Gardens, Bengal Cricket

কলকাতার ইডেন গার্ডেন্স (এক্সপ্রেস ফটো শশী ঘোষ)

Bengal Cricketer dies: বাংলার ক্রিকেটে ট্র্যাজেডির সাক্ষী থাকল সোমবার। বাংলার তারকা ক্রিকেটার আসিফ হোসেনের মৃত্যু হল আচমকাই। বেঙ্গল প্রো টি২০ লিগে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে ২৮ বছরের তারকার মৃত্যু ঘটে আকস্মিক দুর্ঘটনায়।

Advertisment

আডামাস হাওড়া ওয়ারিয়র্স-এর হয়ে টি২০ লিগে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। টুর্নামেন্টের অন্যতম সেরা তারকা হিসাবে আবির্ভাব হয় তাঁর। ৫৭ বলে ৯৯ রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংসও খেলেছিলেন তিনি। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে, আসিফ বাড়িতে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছিলেন।

সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গভীর চোট লাগে তাঁর। দুর্ঘটনার আগে সুস্থই ছিলেন তিনি। তবে ঘটনা ঘটার পর সঙ্গেসঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

ঘরোয়া ক্রিকেটে এর আগে মিজোরাম এবং অরুণাচল প্রদেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তবে গত কয়েক সিজন ধরে বাংলাতেই ঘাঁটি গেড়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রিকেটে।

চলতি বছরের শুরুতে স্পোর্টিং ইউনিয়নের হয়ে সই করেছিলেন। বাংলার হয়ে বয়স ভিত্তিক একাধিক ক্রিকেটে অংশ নেওয়ার পর সিনিয়র পর্যায়েও ডাক পাওয়ার মুখে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে বেঙ্গল প্রো টি২০ লিগে ভাল খেলার সুবাদে। তবে সেই স্বপ্ন আর পূরণ হল না। মঙ্গলবার বাংলা দল প্রস্তুতিতে নামার আগে এক মিনিট নীরবতা পালন করা হয় আসিফ হুসেনের স্মৃতিতে।

cricket Eden Gardens Cricket Association Of Bengal Cricket News
Advertisment