কটকে দুরন্ত জয় দিয়েই সইদ মুস্তাক আলি ট্রফির অভিযান শুরু বাংলার। বৃহস্পতিবার মিজোরামের বিরুদ্ধে ১৫৯ রানে জয় ছিনিয়ে আনল মনোজ তিওয়ারি অ্যান্ড কোং। বাংলার জয়ের কারিগর অভিমন্যু ঈশ্বরণ ও প্রয়াস রায় বর্মণ।
এদিন বারাবটি স্টেডিয়ামে তরুওয়ার কোহলি টস জিতে মনোজদের ব্যাট করতে পাঠান। শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিং ওপেন করতে নামেন। ১২ বলে ঝোড়ো ২৮ রানের ইনিংস খেলে ফিরে যান বিবেক।
আরও পড়ুন: ‘টেস্ট স্পেশালিস্ট’ পূজারা এবার সেঞ্চুরি হাঁকালেন টি-২০ ম্যাচে
এরপর ক্রিজে আসেন বাংলার স্টার ব্যাটসম্যান অভিমন্যু। শ্রীবৎসের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ১১৯ রান যোগ করেন তাঁরা। ৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে ডাগআউটে ফেরেন শ্রীবৎস। ছ'টি চার ও একটি ছয় আসে বাংলার সিনিয়র ব্যাটসম্যানের হাত থেকে। শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত থাকেন অভিমন্যু। ৫৬ বলে ১০৭ রান করেন তিনি। আটটি চার ও পাঁচটি ছয়ে নিজের ইনিংস সাজান তিনি। শ্রীবৎস ফিরে যাওয়ার পর অভিমন্যুকে সঙ্গ দিতে আসেন মনোজ ও ঋদ্ধিমান সাহা। মনোজ ২০ রানে ও ঋদ্ধি ২ রানে ফিরে যান। নির্ধারিত ওভারে বাংলা চার উইকেট হারিয়ে ২২১ রান তোলে।
২২২ রানের বিরাট টার্গেট নিয়ে ব্যাট করতে নামে মিজোরাম। তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে তাঁদের ব্যাটিং লাইন-আপ। সাত ওভার বাকি থাকতেই ৬২ রানে গুটিয়ে যায় মিজোরাম।
এদিন বল হাতে কামাল দেখান প্রয়াস রায় বর্মণ ও প্রদীপ্ত প্রামাণিক। এবছর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সুযোগ পাওয়া প্রয়াস তিন ওভার হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নেন। হজম করেন ১৪ রান। প্রদীপ্ত ১৩ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন তিন ওভার বল করে। কণিষ্ক শেঠ, সায়ন ঘোষ ও অশোক দিন্দা একটি করে উইকেট পান। প্রথম ম্য়াচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে এক নম্বরে চলে এল মনোজরা।