Advertisment

Wriddhiman Saha announces retirement: IPL-এ রিটেন করেনি দল! সেই 'অভিমানে' কি অবসরে টিম ইন্ডিয়ায় খেলা বাংলার তারকা

Wriddhiman Saha team India career retirement: মহেন্দ্র সিং ধোনির অবসরের পর টিম ইন্ডিয়ায় টেস্টে উইকেটকিপারের দায়িত্ব পালন করেছেন বছরের পর বছর। নিজের যোগ্যতায় খেলেছেন ৪০টি আন্তর্জাতিক টেস্ট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India

Team India: কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া (বিসিসিআই)

Wriddhiman Saha retirement: চলতি রঞ্জি মরশুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন। রবিবার এমনই বড় ঘোষণা করে দিলেন ঋদ্ধিমান সাহা।

Advertisment

টুইটারে জাতীয় দলে খেলা বাংলার তারকা উইকেটকিপার লিখে দিয়েছেন, "সযত্নে লালিত ক্রিকেট যাত্রা এই মরশুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। শেষবারের মত বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। অবসরের আগে রঞ্জিতেই একমাত্র অংশ নিচ্ছি। এসো এই মরশুম স্মরণীয় করে রাখা যাক।"

বাংলার সুপারস্টার উইকেটরক্ষক টিম ইন্ডিয়ার হয়ে ৪০ টেস্ট খেলার পাশাপাশি ৯টি টি২০-ও খেলেছেন।কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স-এর মত ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৭০ আইপিএল ম্যাচও খেলেছেন। গত সিজনেও গুজরাট টাইটান্স-এর শিলিগুড়ির পাপালি খেলেছেন।

তবে এই সিজনের শুরুতেই তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে মহম্মদ শামি, ডেভিড মিলার, সাই কিশোর, ম্যাথু ওয়েডদের সঙ্গে। দল না পেয়েই কি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা পেলেন, সেই বিষয়ে স্পষ্ট জানাননি যদিও। ২০০৭ থেকে ২০২২ ঘরোয়া ক্রিকেটে টানা বাংলার হয়ে অংশ নিয়েছেন। এরপরে সিএবি শীর্ষস্থানীয় এক কর্তার সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। রঞ্জিতে না খেলে অজুহাত দেওয়ার অভিযোগ ভাসিয়ে দেওয়া হয়েছিল।

চলতি বছরের অগাস্টে বাংলা দলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। বাংলা দলে পুনরায় যোগ দিয়ে ঋদ্ধিমান বলেছিলেন, "কখনই অতীতের ফিরে তাকাই না। সবসময়ই বর্তমানে থাকতে পছন্দ করি। এখান থেকেই আমার জার্নি শুরু হয়েছিল। এখন পুনরায় ফিরে আসায় বাংলা দলে নিজের সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকব। তবে এখন আমার ফোকাস বেঙ্গল প্রো টি২০ লিগে এবং দলকে নকআউট পর্বে তুলতে চাই। যেখানেই খেলেছি, নিজের একশো শতাংশ উজাড় করে দিয়েছি।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Ranji Trophy Cricket Association Of Bengal Wriddhiman Saha Test cricket Indian Cricket Team
Advertisment