/indian-express-bangla/media/media_files/2025/04/12/jCDJsGSVB0GhbvA79tAW.jpg)
সমতা ফেরালেন কামিন্স
Alberto Rodriguez Own Goal: ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) ফাইনালে লড়াই যথেষ্ট শুরু হয়েছে। ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটেছিল সেই অঘটন। অ্যালবার্তো রডরিগসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিস বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কিন্তু, পেনাল্টিতে কামিন্সের শট সমতা ফেরাল। ম্য়াচের ফলাফল ১-১।
কীভাবে হল এই গোলটি?
বক্সের বাঁ-দিক থেকে ক্রস বাড়িয়েছিলেন রায়ান উইলিয়ামস। অ্যালবার্তো রডরিগস কিন্তু বলটা ব্লক করতে গিয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত সেটা ক্লিয়ার করতে পারলেন না তিনি। বলটা তাঁর শরীরে প্রতিহত হয় দ্বিগুণ গতিতে বাগানের জালে জড়িয়ে গেল। মেরিনার্স ব্রিগেডের শেষ প্রহরী বিশাল কাইথ নড়ার সুযোগটুকু পেলেন না। তবে এখনও অনেকটা খেলা বাকি রয়েছে। মেরিনার্সরা ( Mohun Bagan Super Giants) এই ম্য়াচে কামব্যাক করতে পারে কি না, সেদিকে নজর থাকবে।
/indian-express-bangla/media/media_files/2025/04/12/JnDQROxl6tmrLR3JJ4uM.jpg)
তবে এই গোলটির মাত্র ২ মিনিট আগেই একটি দুর্দান্ত সেভ করেছিলেন বিশাল কাইথ। ৪৭ মিনিটে আক্রমণে উঠে এসেছিল বেঙ্গালুরু। ডানদিক থেকে রায়ানকে লক্ষ্য করে বলটা বাড়িয়েছিলেন নোগুয়েরা। রায়ান গোলমুখী শট নেন। বিশাল কাইথ কার্যত হাওয়ায় ভেসে একটি দুর্দান্ত সেভ করেন। প্রথমে তিনি বলটা তালুবন্দি করতে পারেননি। ফিরতি বলে কয়েক সেকেন্ডের মধ্যে আবারও গোল করার চেষ্টা করেছিলেন সুনীল ছেত্রী। কিন্তু, দ্বিতীয়বার বিশাল বলটা তালুবন্দি করেন।
সমতা ফেরাল মোহনবাগান
বেঙ্গালুরুর এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ৭২ মিনিটে সমতা ফেরাল মোহনবাগান সুপার জায়ান্ট। পেনাল্টি থেকে গোল করলেন জেসন কামিন্স। বলটা লেফট বটম কর্নার দিয়ে বেঙ্গালুরুর জালে জড়িয়ে যায়। গুরপ্রীত শরীর ভাসিয়ে বলটা আটকানোর চেষ্টা করলেও, কামিন্সের শটে যে গতি ছিল, তার সঙ্গে এঁটে উঠতে পারেননি। গোটা সল্টলেক স্টেডিয়ামের ৬০,০০০ দর্শক একসঙ্গে গর্জন করে উঠল।
সুযোগ মিস করেছিলেন জেসন কামিন্স
এই ম্য়াচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট। একের পর এক আক্রমণ শানিয়েছিল বেঙ্গালুরুর তেকাঠিতে। কিন্তু, একটাও গোল তারা করতে পারেনি। ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। বক্সের মধ্যে ছিলেন আশিস রাই, জেসন কামিন্স এবং জেমি ম্য়াকলারেন। ম্য়াকলারেন গোলমুখী শট নিলেও গুরপ্রীতের হাত থেকে বলটা ছিটকে যায়। সামনেই দাঁড়িয়ে ছিলেন জেসন কামিন্স। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই অজি ফুটবলার। এরপর সানা সিং বলটা ক্লিয়ার করে দেন। শেষপর্যন্ত ম্য়াচের দ্বিতীয়ার্ধে গোল করে তিনি প্রায়শ্চিত্ত করলেন।