Advertisment

রোমার দুরন্ত প্রত্যাবর্তনে ছিটক গেল বার্সা, ‘সিটি’ বাজিয়ে শেষ চারে লিভারপুল

বার্সেলোনার অতি বড় সমর্থকও চ্যাম্পিয়ন্স লিগে এরকম করুণ পরিণতি আশা করেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
রোমার দুরন্ত প্রত্যাবর্তনে ছিটক গেল বার্সা, ‘সিটি’ বাজিয়ে শেষ চারে লিভারপুল

রোমার দুরন্ত প্রত্যাবর্তনে ছিটক গেল বার্সা, ‘সিটি’ বাজিয়ে শেষ চারে লিভারপুল

বার্সেলোনার অতি বড় সমর্থকও চ্যাম্পিয়ন্স লিগে তাঁদের এরকম করুণ পরিণতি আশা করেননি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এএস রোমার বিরুদ্ধে ৪-১ জিতেও সেমি ফাইনালে যাওয়া হল না লিওনেল মেসিদের। প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখে রোমা দ্বিতীয় লেগে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়াল। মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে মেসিদের ৩ গোল দিল তারা। দু-লেগ মিলিয়ে খেলার স্কোরলাইন দাঁড়াল ৪-৪।কিন্তু অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবাদে রোমা পৌঁছে গেল ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ের শেষ চারে। অন্যদিকে লিভারপুল পৌঁছে গেল টুর্নামেন্টের সেমিফাইনালে। দু লেগ মিলিয়ে তারা ৫-১ হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটিকে।

Advertisment

প্রথম লেগে আত্মঘাতী গোল করে রোমার ‘ভিলেন’ হয়ে গিয়েছিলেন ড্যানিয়েল ডে রোসি ও কোস্তাস মানোলাস। দ্বিতীয় লেগে এই দুজনেই পাপের প্রায়শ্চিত্ত করলেন গোল করে। গত ম্যাচে বার্সার জালে বল জড়িয়েছিলেন এডেন ডেকো। এদিনও তিনি গোল পেলেন। ম্যাচের ৬ মিনিটে ডেকোর গোলেই বার্সা পিছিয়ে পড়ে। বিরতিতে ১-০ এগিয়েই মাঠ ছাড়ে রোমা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ডে রোসি পেনাল্টিতে ফের ব্যবধান বাড়ান রোমার হয়ে। এরপর ম্যাচের ৮২ মিনিটে মানোলাস বার্সার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়।

গোলের পর মহম্মদ সালাহর উচ্ছ্বাস। গোলের পর মহম্মদ সালাহর উচ্ছ্বাস।

অন্যদিকে এই রাতেই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে নেমেছিল প্রিমিয়র লিগের দুই হেভিওয়েট লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম লেগে লিভারপুল ৩-০ জিতেছিল সিটির বিরুদ্ধে। এদিন জুরগেন ক্লপের শিষ্য়রা ২-১ হারাল পেপের সিটিকে দুই লেগ মিলিয়ে ৫-১ জিতে শেষ চারের টিকিট কাটল লিভারপুল। এদিন সিটির হয়ে একমাত্র গোলটি আসে গ্যাব্রিয়েল জেসাসের পা থেকে। ২ মিনিটি তিনি গোল করেছিলেন। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মহম্মদ সালাহ ও ৭৭ মিনিটে রবার্তো ফার্মিনোর গোল ম্যাচের ভাগ্য লিখে দেয়। প্রথম লেগেও সালাহ গোল পেয়েছিলেন। ওই ম্যাচে স্কোরশিটে নাম লিখিয়েছিলেন অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলিন ও সাদিও মানে।

প্রথম লেগের ম্যাচ রিপোর্টও রইল:

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বড় জয় পেল বার্সেলোনা

Liverpool Manchester city Barcelona Champions League
Advertisment