Advertisment

বড় দলে আর সুযোগ পেলেন না লাল-হলুদ কাঁপানো জবি! কলকাতা লিগ খেলবেন ছোট দলের জার্সিতে

জবি জাস্টিন ভারতীয় ফুটবলে ঝরে পড়া এক নক্ষত্রের নাম

author-image
Subhasish Hazra
New Update
NULL

একসময় দেশের অন্যতম উঠতি প্রতিভা ধরা হত তাঁকে। বলা হত দ্রুতই জাতীয় দলে খেলতে দেখা যাবে। কেরালা থেকে কলকাতায় এসে ইস্টবেঙ্গল, এটিকে এমনকি এটিকে মোহনবাগান- ময়দানের দুই প্রধানের জার্সিতেই খেলেছেন। তবে জবি জাস্টিন আপাতত পিছিয়ে পড়লেন অনেকটাই। আইএসএল, এমনকি আইলিগেরও কোনও দলে জায়গা হল না তারকা ফরোয়ার্ডের। এবার আসন্ন কলকাতা ফুটবল লিগে জবিকে খেলতে দেখা যাবে ভবানীপুরের হয়ে।

Advertisment

২০১৭-১৮ সিজনে জবি জাস্টিন ইস্টবেঙ্গলে সই করেন খালিদ জামিল জমানায়। প্ৰথম সিজনে আইলিগে ৯ ম্যাচ খেলে মাত্র ২ গোল করেন তারকা। তবে দ্বিতীয় সিজনে লাল-হলুদ জার্সিতে ১৩ গোল করে নিজের উত্তুঙ্গ ফর্মের পরিচয় দেন। আলেহান্দ্রো মেনন্দেজ জমানায় ইস্টবেঙ্গলের অন্যতম সেরা অস্ত্র হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলা এই সকারুজ কি ইস্টবেঙ্গলে! জানুন খবরের পিছনের খবর

তুখোড় ফর্মে থাকা জবিকে শেষমেশ তুলে নেয় এটিকে। মার্জারের পরেও জবি এটিকে মোহনবাগানের ফাইনাল স্কোয়াডে জায়গা পান। তবে চোটের জন্য গোটা মরশুম থেকেই ছিটকে যান তিনি।

বাগানে জবির কেরিয়ার ফুলস্টপ পড়ে যায় হাবাস জমানাতেই। চেন্নাইয়িনে এরপরে নাম লেখালেও সেখানেও সেভাবে গত দুই সিজনে চূড়ান্ত ফ্লপ।

আরও পড়ুন: ভারতের হয়ে আর্জেন্টিনা যুব দলকে হারান! বিশ্বকাপে খেলা দেশের সেরার সেরা প্রতিভাকে তুলে নিল বাগান

চলতি বছরের শুরুতেই জবি জাস্টিন সই করেন গোকুলাম কেরালায়। সেখান থেকেই লোনে এবার ভবানীপুরে সই করলেন ইস্ট-মোহনে খেলা একদা তারকা।

দুই প্রধানে খেলা অন্য এক প্রাক্তন সাবিথ সাথিয়া, গোলকিপার শঙ্কর রায়, নর্থইস্ট ইউনাইটেডে খেলা সঞ্জীবন ঘোষ, মুম্বই সিটির প্রাক্তন ডিফেন্ডার লালচাকিমা খেলবেন ভবানীপুরে। কলকাতা ফুটবল লিগ তো বটেই আইএফএ শিল্ডেও ভবানীপুর শক্তিশালী স্কোয়াড নামাবে। সবমিলিয়ে এবার ভবানীপুর কলকাতা লিগে তিন প্রধানকে যে বেগ দেবে, তা নিয়ে সন্দেহ নেই।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football Calcutta Football League East Bangal East Bengal Club CFL
Advertisment