Bhuvneshwar Kumar RCB: অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) প্রথম একাদশে কামব্যাক করলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টে ভুবির প্রত্যাবর্তনের দিকে সকলেই তাকিয়ে রয়েছে। উল্লেখ্য, মেগা নিলাম অনুষ্ঠানে এই অভিজ্ঞ পেসারকে আরসিবি ব্রিগেড ১০.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রসিক সালাম দারের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হবে। অনেকেই আশা করেছিলেন, মরশুমের উদ্বোধনী ম্য়াচেই আরসিবি ব্রিগেডে ভুবিকে দেখতে পাওয়া যাবে। কিন্তু, গত ম্য়াচে আশ্চর্য্যজনকভাবে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল ডেবিউ ভুবনেশ্বর কুমারের
আইপিএল টুর্নামেন্টের অভিজ্ঞ ক্রিকেটার হলেন ভুবনেশ্বর কুমার। ইতিপূর্বে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১ বছর আইপিএল টুর্নামেন্ট খেলেছেন তিনি। এই মরশুমে আরসিবি ব্রিগেড বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী করার লক্ষ্যেই ভুবির জন্য জলের মতো টাকা খরচ করেছে। অকশন টেবিলে মুম্বই ইন্ডিয়ান্সের হাত থেকে তাঁকে কার্যত ছিনিয়ে নেয়। আইপিএল ইতিহাসে সর্বাধিক ১৮১ উইকেট শিকার করেছেন এই ভারতীয় পেসার
সূত্রের খবর, সম্পূর্ণ ফিট না হওয়ার কারণেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামেননি ভুবনেশ্বর কুমার। এই ম্য়াচে খেলতে নেমেছিলেন রশিক সালাম। কিন্তু, প্রথম ম্য়াচে তিনি খুব ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। ৩ ওভারে ৩৫ রান খরচ করেছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই আরসিবি ব্যাটিং কোচ দীনেশ কার্তিক অবশ্য ভুবনেশ্বর কুমারের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।
চেন্নাইয়ের প্রথম একাদশ
রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, স্যাম কারেন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিসা পাথিরানা, খলিল আহমেদ।
বিরাট কোহলি (Virat Kohli), ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, যশ দয়াল।