Advertisment

দুঃসময় কেড়ে নিল ভুবনেশ্বর কুমারের বাবাকে, বড়সড় ধাক্কা তারকা পেসারের সংসারে

ইংল্যান্ড সফরকারী ২০ জনের স্কোয়াডে জায়গা পাননি ভুবনেশ্বর। তাঁকে বাইরে রাখায় চমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাবাকে বাঁচাতে পারলেন না। অসুখ কেড়ে নিল ভুবনেশ্বর কুমারের বাবাকে। বহুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ভুবনেশ্বর কুমারের পিতা কিরণ পাল সিং। লিভারেও অসুখও বাসা বেঁধেছিল শরীরে। নয়ডায় এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে মৃত্যু নিশ্চিত বুঝেই বিগত কয়েকদিন বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবারই মিরাটে নিজের বাসভবনে প্রয়াত হন তারকা পেসারের পিতা।

Advertisment

উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন ভুবনেশ্বর কুমারের পিতা কিরণ পাল সিং। বয়স হয়েছিল ৬৩ বছর। শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি। বর্তমানে ভুবনেশ্বর কুমার মিরাটে নিজের বাড়িতেই রয়েছেন। পরিবারের বাকিদের সঙ্গেই পিতার সেবাযত্ন করছিলেন তারকা পেসার।

আরো পড়ুন: ঋদ্ধিমানকে নিয়ে ঝুঁকি নিল না বোর্ড! জাতীয় দলে সুযোগ নতুন উইকেটকিপারকে

জানা গিয়েছে, ভুবনেশ্বর কুমারের বাবা নয়ডা এবং দিল্লিতে কেমোথেরাপি নিয়েছিলেন। তবে কয়েক সপ্তাহ আগে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তারপরেই মিরাটের গঙ্গানগর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর মুজাফফরনগরে পরে অন্য এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

ইংল্যান্ড সফরকারী ২০ জনের স্কোয়াডে জায়গা পাননি ভুবনেশ্বর। তাঁকে বাইরে রাখায় চমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। তবে জুলাইয়ে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে রাখা হতে পারে তাঁকে। চলতি বছরের গোড়ায় ইংল্যান্ড সিরিজের সময় চোট সরিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর তারকা পেসারকে দেখা গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে খেলতে।

হায়দরাবাদের হয়ে পাঁচ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। তবে হায়দরাবাদ একদমই খারাপ ফর্মে ছিল বন্ধ হয়ে যাওয়া আইপিএলে। মাত্র ১টি ম্যাচ জিতেছিল অরেঞ্জ আর্মিরা। মে মাসের ৪ তারিখে আইপিএল যখন বন্ধ হয়, তখন হায়দরাবাদ লিগ তালিকার একদম নিচে ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Indian Cricket Team
Advertisment