খুদে ফ্যানের চোখের জল মোছাতে হাত মেলাল ভারত-আফগানিস্তান

ভারত-আফগানিস্তান ম্যাচ টাই হওয়ার পরে একটা দৃশ্য ফুটে উঠেছিল টিভির পর্দায়। গ্যালারির দিকে ক্যামের প্যান করতেই দেখা গিয়েছিল যে, একটা বাচ্চা কান্নায় ভেঙে পড়েছিল।এমনকি বাবার সান্ত্বনাতেও খুদে ভারতীয় সমর্থকের চোখের জল বাঁধ মানছিল না।

ভারত-আফগানিস্তান ম্যাচ টাই হওয়ার পরে একটা দৃশ্য ফুটে উঠেছিল টিভির পর্দায়। গ্যালারির দিকে ক্যামের প্যান করতেই দেখা গিয়েছিল যে, একটা বাচ্চা কান্নায় ভেঙে পড়েছিল।এমনকি বাবার সান্ত্বনাতেও খুদে ভারতীয় সমর্থকের চোখের জল বাঁধ মানছিল না।

author-image
IE Bangla Web Desk
New Update
punjabi-kid-759

খুদের চোখের জল মোছাতে হাত মেলাল ভারত-আফগানিস্তান

ভারত-আফগানিস্তান ম্যাচ টাই হওয়ার পরে একটা দৃশ্য ফুটে উঠেছিল টিভির পর্দায়। গ্যালারির দিকে ক্যামের প্যান করতেই দেখা গিয়েছিল যে, একটা বাচ্চা কান্নায় ভেঙে পড়েছিল। এমনকি বাবার সান্ত্বনাতেও খুদে ভারতীয় সমর্থকের চোখের জল বাঁধ মানছিল না। আফগানিস্তান শিবিরে তখন সেলিব্রেশনে জোয়ার। কিন্তু এই ছবিটাই চলে এসেছিল শিরোনামে। সোশ্যাল মিডিয়াতে ক্রিকেটাররাও সরব হয়েছিলেন।

Advertisment


সেসময় হরভজন সিং ধারাভাষ্য় দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে শিশুর ছবিটি টুইট করে তিনি লেখেন, “Koi na putt Rona Nahi hai final aapa jittange” (কেঁদো না পুত্তর, আমরা ফাইনালে জিতব।) শুধু হরভজনই নন, টিম ইন্ডিয়ার পেসার ভুবনেশ্বর কুমারও বাচ্চাটিকে ফোন করে সান্ত্বনা দেন। এখানেই শেষ নয়, তাঁর মন ভাল করতে সেই ম্যাচের নায়ক  সেঞ্চুরিকারী মহম্মদ শাহজাদ ও রশিদ খান তাঁর সঙ্গে ছবি তোলেন।  

আরও পড়ুন: ধোনি ইস্যুতে লোকেশ রাহুলকে ধুয়ে দিল টুইটার

Advertisment

সম্ভবত চলতি এশিয়া কাপের সেরা ম্যাচটা ছিল ইন্ডিয়া-আফগানিস্তানের মধ্যেই। রুদ্ধশ্বাস চিত্রনাট্যে ছিল পরতে পরতে মোচড়। ঠিক যেন সাসপেন্স থ্রিলার। পরিণতি টাই। শেষ ওভারের ঝুলে ছিল ম্য়াচের ভাগ্য়। কিন্তু ক্রিকেট ফ্যানেরা নিঃসন্দেহে উপভোগ করেছে এই টাই।মহম্মদ শাহজাদের সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তান নির্ধারিত ওভারে তুলেছিল ২৫২ রান। জবাবে ভারত শুরুটা দুরন্ত মেজাজে করেছিল। প্রথম উইকেট পার্টনারশিপেই ১১০ রান উঠে গিয়েছিল। কিন্ত মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গড়াল। কিন্তু সেখানেও ম্যাচটা ফিনিশ করতে পারলেন না রবীন্দ্র জাদেজা।

India