টেস্ট খেলতে চান না ভুবনেশ্বর কুমার! এমনই প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে সেই প্রতিবেদন বেরোনোর ২৪ ঘন্টা পর মুখ খুলে সংবাদের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। জানালেন, খবরে যে সোর্সের উল্লেখ রয়েছে, তা কতটা গ্রহণযোগ্য!
টাইমস অফ ইন্ডিয়ায় শনিবারই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইংল্যান্ডের সফরের টেস্ট স্কোয়াডে ভুবনেশ্বর কুমারকে রাখা হয়নি। কারণ উনি টেস্ট খেলতে রাজি নন। সেই রিপোর্টে বলা হয়েছে, "ভুবনেশ্বর মোটেই আর টেস্ট খেলতে পছন্দ করেন না। ওর মধ্যে সেই ইচ্ছাটাই মরে গিয়েছে। সত্যি কথা বলতে, টেস্ট ক্রিকেটের হিসেব বাইরে রাখা হোক, নির্বাচকরা ভুবির কাছ থেকে আক্রমণাত্মক ১০ ওভারই আশা করে না। কোনো সন্দেহ নেই, এটা ভারতীয় দলের ক্ষতি। কারণ ইংল্যান্ড সফরে যদি কেউ স্কোয়াডে থাকার দাবিদার হতেন, তা ভুবনেশ্বর কুমার।"
আরো পড়ুন: আইপিএল খেলার ‘শাস্তি’, জাতীয় দল থেকে বাদ পড়ছেন বেয়ারস্টো-বাটলাররা
এরপরেই রাগে ফেটে পড়েন জাতীয় দলের তারকা পেসার। নিজের টুইটার হ্যান্ডলে ভুবি শনিবারই সাফ জানিয়ে দেন, নিজের ধারণা কখনো সোর্সের ওপর চাপিয়ে দিয়ে প্রতিবেদন লেখা ঠিক নয়! "আমাকে নিয়ে প্রতিবেদন লেখা হচ্ছে, আমি নাকি টেস্ট খেলতে আগ্রহী নই। পরিষ্কার করে জানাতে চাই, দলে নির্বাচিত হলে তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলার জন্য সবসময় প্রস্তুতি নিয়েছি। সেটা আগামী দিনেও করব। আমার একটাই পরামর্শ, সোর্সের আড়াল নিয়ে নিজের মতামত প্লিজ লিখো না।" জানিয়েছেন ভুবনেশ্বর।
পাঁচদিনের ক্রিকেটে ভুবনেশ্বরকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময়। চোট সরিয়ে সীমিত ওভারের ক্রিকেটে তিনি জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন ভারতের ইংল্যান্ড সিরিজের সময়। তারপরে আইপিএলে নিয়মিত খেলছিলেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন