/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/Bianca-Andreescu_759.jpg)
টেনিসে নতুন চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো (টুইটার)
সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। গ্র্য়ান্ড স্ল্যামে সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া মার্গারেট কোর্টকে ছুয়ে ফেলতে পারতেন সেরেনা উইলিয়ামস। তবে গ্র্য়ান্ড স্ল্যামে ২৩-এই আটকে থাকলেন তিনি। সেরেনার স্বপ্ন গুড়িয়ে এবার ইউএস ওপেন পেল নতুন চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোকে। মাত্র ১৯ বছরেই গ্র্যান্ড স্ল্যাম জিতলেন কানাডার স্বর্ণকেশী।
শনিবার ফাইনালে সেরেনাকে স্ট্রেট সেটে হারালেন বিয়াঙ্কা। ফলাফল ৬-৩, ৭-৫। এর আগে টিনএজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির ছিল মারিয়া শারাপোভার (২০০৬)। মাশা-র কীর্তিকে শনিবার রাতেই স্পর্শ করে ফেললেন বিয়াঙ্কা। পাশাপাশি নজির আরও রয়েছে। পুরুষ ও মহিলা দুই বিভাগেই কানাডার কোনও টেনিস তারকা গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এর আগে মিলাস রাওনিচ এবং ইউজিন বুশার্ড দুই বিভাগের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি। বিয়াঙ্কা কানাডার অপূর্ণ স্বাদ পূরণ করলেন এবারে।
HISTORY IS MADE!
Bianca Andreescu wins the #USOpen women’s singles title to become Canada’s first Grand Slam champion ????
The 19-year-old beat Serena Williams 6-3, 7-5 ???????? pic.twitter.com/l551X1Cth9
— Team Canada (@TeamCanada) September 7, 2019
আরও পড়ুন স্ট্রেট সেটে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে নাদাল, প্রতিপক্ষ মেদভেদভ
সোয়ার্ৎজম্যানকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে নাদাল
২০১৭ সালে মা হওয়ার পরে একবারও গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি সেরেনার। গত বছর ইউএস ওপেনেই সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জাপানের নাওমি ওসাকা। উইম্বলডনে পরপর দু-বার হেরেছেন অ্যাঞ্জেলিক কের্বের এবং সিমোনা হালেপের কাছে। সুবর্ণ সুযোগ ছিল এবারেই। তবে নিজের পাড়াতেই কার্যত প্রতিবেশী দেশের উঠতি তারকার কাছে হার মানতে হল সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকার।
গত বছর ইউএস ওপেনের কোয়ালিফায়ার থেকেই বিদায় নিতে হয়েছিল বিয়াঙ্কাকে। এবার সরাসরি চ্যাম্পিয়ন। স্বপ্নের ঘোরের মধ্যে রয়েছেন বিশ্ব টেনিসের নতুন তারকা। অবিশ্বাস্য় ফাইনাল জিতে বিয়াঙ্কা জানিয়ে দিলেন, "গত বছর মোটেই ভাল কাটেনি। চোট-আঘাতের মধ্যে কাটিয়েছি। তবে নিজের উপরে বিশ্বাস ছিলই। কঠোর পরিশ্রম করে আত্মবিশ্বাস ধরে রেখেছিলাম।"
গত বছর শেষ করেছিলেন ক্রমতালিকায় ১৭৮ নম্বরে থেকে। ইউএস ওপেনে খেলতে এসেছিলেন র্যাঙ্কিং-এ ১৫ নম্বর-এ থেকে। সেখান থেকেই চ্যাম্পিয়নশিপের শিরোপা পড়লেন তিনি। আর্থার অ্যাশ স্টেডিয়ামের বাইরে যখন কানাডিয়ান ভক্তরা মুহূর্মূহু বিয়াঙ্কা বিয়াঙ্কা গর্জন তুলছেন, তিনি শুধু বলছেন, "এই অনুভূতিটা দারুণ লাগছে।"
Read the full article in ENGLISH